আরও পড়ুন:টেলিমেডিসিনে বাজিমাত বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স-এর, পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ পেল নবজন্ম
আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আদালতকে জানান, চিড়িয়াখানা ইউনিয়ন অফিসে টাঙানো পতাকার রং, প্ল্যাকার্ডের রং বদলেছে শুধু। ইউনিয়ন অফিসে থাকা মানুষগুলো একই আছে। আমাদের দেশে রাজনীতিতে কে-কখন রং বদলায় বোঝা খুব দুষ্কর। এত দ্রুত রঙ বদল হচ্ছে... কে কোন দলে সেটা বোঝাই দায়। ২৪ জানুয়ারি পর থেকে কোনও নতুন গোলমাল নেই।''
advertisement
রাকেশ সিং বলেন, ''২০১০ সাল থেকে ইউনিয়ন অফিসে আমরা কাজ করছি। ভিডিও ফুটেজে স্পষ্ট কীভাবে আমাদের উৎখাত করা হয়েছে। ১০০০ লোক নিয়ে অফিস দখল হয়েছে। আমাদের অফিসে ফিরিয়ে দেওয়া হোক। জু রিপোর্ট বলছে, ২৪ জানুয়ারি নতুন ইউনিট খোলার জন্য একটি আবেদন করা হয় intuc-র তরফে।''
আরও পড়ুন: 'চলতি সপ্তাহে আসুন', মমতাকে 'নরম' চিঠি, এবার কি সংঘাত মেটাতে চাইছেন ধনখড়?
বিচারপতি রাজাশেখর মান্থা আলিপুর ও ওয়াটগঞ্জ থানার পুলিশের তদন্তকারীদের এজলাসে দাঁড় করিয়ে ধমক দেন, ''নিরপেক্ষ হয়ে কাজ করুন। চিড়িয়াখানায় কোনওরকম বিশৃঙ্খলা আদালত বরদাস্ত করবে না।
এক্ষেত্রে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও পুলিশ কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব করবে না।'' সমস্ত অভিযোগ পুলিশ খতিয়ে দেখে তদন্ত করবে। ওই অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালতে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করবে এক মাসের মধ্যে।
ARNAB HAZRA