সপরিবারে ডিসেম্বরের আমেজ উপভোগে আম জনতা। শুধু কলকাতা কেন হবে। পাশের জেলা, দূরবর্তী জেলা এমনকী, ভিন রাজ্য থেকেও পুরনো চিড়িয়াখানা দর্শনে ভিড় জমিয়েছেন অনেকেই। ডিসেম্বরের শহরে হালকা শীতের আমেজে উৎসবের শুরু চিড়িয়াখানায়। প্রথম সপ্তাহ থেকেই যেন এবার উপচে পড়া ভিড়। আলিপুর চিড়িয়াখানার এক আধিকারিক জানালেন, এবার তো দেখছি ডিসেম্বর পড়তেই লোকারণ্য। এমনকী, গত রবিবার বিগত বছরের ডিসেম্বর প্রথম সপ্তাহের তুলনায় রেকর্ড ভিড় হয়েছে। সাধারণত ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকে এই ভিড় লক্ষ্য করা যেত। এবার দেখা যাচ্ছে শুরু থেকেই মানুষের ভিড় পশুপাখি ঘিরে। যা আনন্দের বিষয় বলেই মত চিড়িয়াখানা কর্তৃপক্ষের।
advertisement
শুধু তাই নয় অবাক কলকাতা পুলিশও। মূলত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ অর্থাৎ বড়দিনের আগের শনি-রবিবার থেকে ভিড় জমতে থাকে চিড়িয়াখানা, ময়দান এলাকায় বলে দাবি পুলিশের। কিন্তু এবার আগেভাগেই ভিড় জমেছে চিড়িয়াখানায়। তাই পুলিশের দাবি চলতি সপ্তাহ থেকেই আলিপুর চিড়িয়াখানায় পুলিশি নিরাপত্তা আরও জোরদার করা হবে। এ ঠিক যেন দুর্গা পুজো। অষ্টমী-নবমীর ভিড় এড়াতে আগে ভাগেই পুজো প্যান্ডেল দর্শনে দর্শনার্থী নেমে পড়েন রাস্তায়। এবার ঠিক একচিত্র ডিসেম্বরে। বড়দিন, বর্ষ বরণের উৎসবে সামিল হতে আগে ভাগেই ভিড় শহরে।
আরও পড়ুন– রাশিফল ১২ ডিসেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
হুগলির আরামবাগ থেকে চিড়িয়াখানায় সপরিবারে এসেছিলেন অশোক দাশগুপ্ত। তিনি তো বলেই ফেললেন, ‘‘ভেবেছিলাম ফাঁকা ফাঁকা বাচ্চাদের চিড়িয়াখানা ঘুরিয়ে নিয়ে যাব, এলে দেখি এতো অষ্টমীর ভিড়।’’ এদিকে এই আনন্দ উৎসবের মাঝেই ভাল খবর এল আলিপুর চিড়িয়াখানার দর্শকদের জন্য। প্রবীন নাগরিকদের জন্য আলিপুর চিড়িখানার অন্দরে চলবে ব্যাটারি চালিত ১৪ আসনের গাড়ি। যাতে চেপেই পশুপাখি দর্শনের সুযোগ পেয়ে যাবেন প্রবীনরা। সুযোগ থাকবে বিশেষ ভাবে সক্ষমদেরও। গত রবিরার দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের সাংসদ তহবিল থেকেই ১০টি ব্যাটারি চালিত গাড়ি দেওয়া হয়েছে চিড়িয়াখানাকে। শুধু তাই নয়, বন্যপ্রাণীদের জন্য দুটো অ্যাম্বুলান্সও দিয়েছেন সাংসদ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রবীন নাগরিকরা এই গাড়িগুলো ব্যবহার করে ঘুরে দেখতে পারবেন চিড়িয়াখানার ভিতরে।
আরও খবর পড়তে ফলো করুন