পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, ‘এই গণতান্ত্রিক ব্যবস্থায় উনি দায়িত্ব পালন করবেন সেই আশা রাখি। নতুন বিধায়ক যাতে যথাযথ ভাবে সক্রিয়ভাবে কাজ করতে পারে সেটা দেখব।’ মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, ‘নানা কাজে অভিজ্ঞতা আছে, বিশেষ করে আইটি সেক্টরে কাজ করতেন। আশা করি যথাযথ ভাবে কাজ করবেন। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘নতুন সদস্যকে অনেক অভিনন্দন। ওঁর বাবা আমাদের বন্ধু ছিল। বাবার অসমাপ্ত কাজ শেষ করবে আশা রাখি। সবার জন্য যেন কাজ করে।’ চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘নতুন বিধায়ক কালীগঞ্জ থেকে এসেছে। মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আরও বেশি করে পরিষদীয় রাজনীতিতে সংযুক্ত করে দেন। আশা করি আলিফা গরিমা বজায় রাখবে। ওর বাবার মতোই মানুষের কাজ করবেন।’ মলয় ঘটক বলেন, ‘দীর্ঘ পথ পেরোতে হবে। ওর বাবার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। ওর বাবা আমাদের পাবলিক প্রসিকিউটর ছিলেন। বাবার থেকে কাজ শিখেছে। আশা করি সেটা বজায় থাকবে।’
advertisement
শপথ নিয়ে নব নির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ বলেন, ‘মুখ্যমন্ত্রীর আশীর্বাদের কারণেই আজ সাধারণ IT কর্মী থেকে এই চেয়ারে এসে বসেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাইড করেছেন। আমার বাবা যেভাবে সেবা করেছেন, আমিও সেই ভাবে করব। আস্থা ও ভরসা বজায় রাখব। এলাকায় উন্নয়ন করব।’