TRENDING:

টেন রিভারস ওয়ান সী প্রজেক্ট, নদীদূষণ নিয়ে সচেতনতার প্রচারে ইতালি থেকে ভারতে অ্যালেক্স বেলিনি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দশ নদী, এক সমুদ্র। ইতালির নাগরিক অ্যালেক্স বেলিনি ঘুরে বেড়াচ্ছেন এই দশ নদীতে। বলছেন, সমুদ্রের গভীরে জমে থাকা জঞ্জালের কথা। যে আবর্জনা নদীর জলে মিশে, বইতে বইতে গিয়ে পড়ছে সমুদ্রে। পৃথিবী মাকে ঠেলে দিচ্ছে এক ভয়ঙ্কর বিপদের দিকে। এখনই যদি আমরা সবাই মিলে সচেতন না হই, তা হলে একদিন বিপন্ন হয়ে পড়বে এই সভ্যতা। বিশ্বের দশ নদীর ঘাটে ঘাটে ঘুরে, নৌকা বাইতে বাইতে সেই সচেতনার পাঠ পড়াচ্ছেন অ্যালেক্স। নিউজ এইটিন বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট।
advertisement

পৃথিবীর আজ গভীর অসুখ। সেই অসুখ সারাতেই নেশায় মেতেছেন ইতালির অ্যালেক্স। বিশ্বের সবচেয়ে দূষিত দশটি নদীতে ঘুরে বেড়ানো...ঘাটে ঘাটে ঘুরে সেখানকার মানুষদের সচেতন করা...

যে নদীকে ঘিরে একদিন মানবসভ্যতা গড়ে উঠেছিল সেই নদীই আজ বিপন্ন.. জলজীবন তো বটেই বিপন্ন প্রাণ। এই বিপদ ডেকে এনেছি আমরাই।

গঙ্গা মইলি হো গই... গঙ্গার শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ। দূষণের কবলে সেই গঙ্গাই আজ ধুঁকছে ৷ ভেসে বেড়াচ্ছে নোংরা, আবর্জনা...

advertisement

বারাণসী থেকে শুরু করেছেন। ২৫ ফেব্রুয়ারি থেকে গঙ্গার বুকে ঘুরে এইসমস্ত দৃশ্যেরই সাক্ষী থেকেছেন ইতালির অ্যালেক্স বেলিনি। তাঁর এই প্রজেক্টের নাম টেন রিভারস ওয়ান সি ৷

টেন রিভারস ওয়ান সি প্রজেক্টটি চলবে ৩ বছর ধরে ৷ ১০ নদী ও ১ সমুদ্রে রোয়িং৷ ২৫ফেব্রুয়ারি বারাণসী থেকে শুরু হয় এই প্রজেক্টটি ৷ ৩১ মার্চ শেষ গঙ্গাযাত্রা ৷

advertisement

নেশা ছিল রোয়িং-এর। প্রশান্ত মহাসাগরে রোয়িং করতে গিয়েই সমুদ্র দূষণের ভয়াবহ ছবি সামনে আসে। গবেষণায় জানতে পারেন, সমুদ্রে দূষণ ছড়ানো প্লাস্টিকের ৮০ শতাংশই নদী থেকে মেশে। তারপরই বেরিয়ে পড়েন.. শুধু দূষণের মাত্রা খতিয়ে দেখা নয়, নদীতীরের বাসিন্দাদের সচেতন করার প্রতিজ্ঞা নেন।

দূষণের কথা মাথায় রেখেই অ্যালেক্স তাঁর নৌকায় মোটর ব্যবহার করেননি। সাধারণ বাঁশ আর গঙ্গায় ফেলে দেওয়া প্লাস্টিকের ড্রাম দিয়েই বানিয়েছেন নৌকা। এই গোটা প্রোজেক্টটি ক্যামেরাবন্দি করছেন সঙ্গী মার্কো।

advertisement

এতদিন এসব নিয়ে মাথা ঘামাননি মুম্বইয়ের বাসিন্দা কুণাল রায়। অ্যালেক্সের প্রজেক্টে সাহায্য করতে গিয়ে তিনিও গঙ্গাদূষণ নিয়ে মানুষকে সচেতন করার কাজ শুরু করেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এখানেই থামছেন না অ্যালেক্স। এরপরের গন্তব্য এখনও নিশ্চিত নয়। এ পৃথিবীর বুকেই কোনও এক নদীর ঘাটে পৌঁছে যাবেন তিনি। অ্যালেক্স না হয় স্বপ্ন দেখছেন দূষণহীন সমুদ্রের। কিন্তু আমাদের হুঁশ ফিরছে কি ?

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
টেন রিভারস ওয়ান সী প্রজেক্ট, নদীদূষণ নিয়ে সচেতনতার প্রচারে ইতালি থেকে ভারতে অ্যালেক্স বেলিনি