তুলনামূলকভাবে বাংলা মদের বিক্রি অনেকটাই কমে গেল পুজোতে। আবহাওয়া মনোরম থাকায় বিয়ারের বিক্রিও তুলনামূলকভাবে নজর কাড়তে পারল না। দেশে তৈরি বিদেশি মদের বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়ল বলেই আবগারি দফতর সূত্রে খবর।
আরও পড়ুন: ‘মারাত্মক ঘটনা’, সোমে বড় অভিযানে সিপিএম! জ্যোতিপ্রিয় কাণ্ডে কোমর বাঁধছে লাল ব্রিগেড
বেশি দামি মদের বিক্রি সব থেকে বেশি হয়েছে এবারের পুজোয়। অক্টোবর মাস জুড়ে এখনও পর্যন্ত আবগারি দফতরের আয় প্রায় হাজার কোটির কাছাকাছি। গত এপ্রিল মাস থেকে অর্থাৎ চলতি আর্থিক বর্ষে এখনও পর্যন্ত আফগারি দফতর আয় করে ফেলেছে ১০ হাজার কোটি টাকারও বেশি।
advertisement
আরও পড়ুন: দরকার ছাড়া বাইরে বেরোচ্ছেন না মৈত্র বাগানের মানুষজন, সবার মনে বড় ভয়! কী এমন ঘটল?
দফতরের আধিকারিকদের আশা, গত আর্থিক বর্ষের তুলনায় এবার আরও ২০ শতাংশ মুনাফা বাড়বে রাজ্যের মদ থেকে। এ বছর পুজোয় সপ্তমীতে মদ থেকে আয় ১৫০ কোটির বেশি, নবমীতে আয় প্রায় ২০০ কোটি। পুজোয় সব থেকে বেশি আয় নবমীতে।