TRENDING:

SIT-এর দায়িত্ব নিচ্ছেন না, অসম পুলিশের IG পদে যোগ দিচ্ছেন অখিলেশ সিং

Last Updated:

সিটের দায়িত্ব কে নেবেন? জল্পনা দিল্লীতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : বুধবার নিয়োগ দুর্নীতি তদন্তে নয়া SIT প্রধান হিসেবে অখিলেশ সিং-এর নাম ঘোষণা করে হাইকো‍র্ট। কিন্তু SIT-এর দায়িত্ব নিচ্ছেন না অখিলেশ সিং। ১৫ নভেম্বর সিবিআই ছেড়েছেন অখিলেশ, অসম পুলিশের IG পদে যোগ দিচ্ছেন তিনি।
advertisement

চলতি মাসের ১৫ নভেম্বর অখিলেশ সিং-কে  রিলিজ করা হয়েছে সিবিআই থেকে। কিছু দিনের মধ্যে অসম ক্যাডারে  আইজি পদে যোগ দেবেন তিনি।মাস খানেক আগেই অসম সরকারের তরফে অখিলেশ সিং-কে আইজি পদে ফেরতের জন্য আবেদন জানানো হয়। সেই অনুসারে সিবিআই গত ১৫ নভেম্বর তাঁকে সিবিআই থেকে রিলিজ করা হয়। এরপর  বুধবারের হাই কোর্ট-এর নির্দেশের পরই  জল্পনা শুরু হয়, কে নেবেন সিটের দায়িত্ব?

advertisement

পরবর্তী সিটের দায়িত্বে কে আসবেন? তা নিয়েই সিবিআই-এর অন্দরে চলছে জল্পনা। দিল্লীতে উচ্চ পর্যায়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে সিটের দায়িত্বে অখিলেশের জায়গায় কে আসবেন ? সিবিআই সূত্রে খবর, ডিআইজি সিবিআই অখিলেশ কুমার সিং ২০২১ সালের ১৭ মে নারদাকাণ্ডে চার হেভিয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ( প্রয়াত ) এবং শোভন চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে নিয়ে এসে গ্রেফতার করেছিলেন। তিনি বগুটুই অগ্নিকাণ্ড, ভাদু শেখ খুন ,হাঁসখালিতে গণ ধর্ষণ , ঝালদা-সহ একাধিক মামলার তদন্ত করেছেন। এছাড়া কয়লাপাচার কাণ্ড থেকে গরু পাচারের মত গুরুত্বপূর্ণ মামলার তদন্ত-ও করেছিলেন তিনি । এমনকি রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় হাই কোর্ট সিবিআইকে তদন্ত ভার। সেই তদন্তকারী অফিসারদের মধ্যে  রয়েছেন  অখিলেশ কুমার সিং । তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তদন্তের ক্ষেত্রে।

advertisement

বিকাশ মিশ্র  থেকে চার কয়লা মাফিয়া গ্রেফতার ( বর্তমানে জামিনে রয়েছেন )-সহ একাধিক গুরুত্বপূর্ণ গ্রেফতার অখিলেশ সি-এর হাতেই। কিছু মাস আগে দায়িত্ব নেন দিল্লির সিবিআই দফতরের। সিবিআই সূত্রে খবর, সিবিআইতে আসার আগে তিনি অসমে  গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ডিআইজি দিফু, শিলচর, গুয়াহাটি রেঞ্জ, এছাড়া এসপি গোয়ালপাড়া, শিবসাগর,  তিনসুকিয়া ডিস্ট্রিক্ট-এ ছিলেন। প্রতি ক্ষেত্রে তিনি আইন কাজ করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ARPITA HAZRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIT-এর দায়িত্ব নিচ্ছেন না, অসম পুলিশের IG পদে যোগ দিচ্ছেন অখিলেশ সিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল