TRENDING:

Jago Bangla| Mamata Banerjee| তৃণমূল মুখপত্রে অনিল বিশ্বাসের কন্যার সম্পাদকীয় নিবন্ধ! নামোল্লেখ মমতারও?

Last Updated:

Jago Bangla| Mamata Banerjee| অধ্যাপক অজন্তা বিশ্বাসের লেখনী তৃণমূলের মুখপত্রে উঠে আসায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে সাড়া পড়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তৃণমূল মুখপত্র জাগো বাংলায় এবার সম্পাদকীয় নিবন্ধ লিখলেন প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস। সম্পাদকীয়'র বিষয় বঙ্গ রাজনীতিতে নারীশক্তি। সম্পাদকীয়টির স্ট্র্যাপে লেখা বাসন্তীদেবী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ পরিষ্কার ইঙ্গিত, অনিল কন্যার কলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যাঙ্কনও আসতে চলেছে। লেখাটির প্রথম কিস্তি প্রকাশিত হয়েছে আজ। আগামিকাল বৃহস্পতিবার পরের কিস্তি প্রকাশিত হবে। অধ্যাপক অজন্তা বিশ্বাসের লেখনী তৃণমূলের মুখপত্রে উঠে আসায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে সাড়া পড়ে গিয়েছে।
advertisement

শোরগোলের একটি কারণ যদি বামেদের আঁতুড়ঘরের কন্যার লেখালেখির জন্য জাগো বাংলা-কে বেছে নেওয়া হয় তবে আরেকটি কারণ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামোচ্চারণ। এই সম্পাদকীয়তে ইতিহাসের পথ বেয়ে অন্তঃপুরীকাদের আলোকায়নের কাহিনি বর্ণনা করেছেন। মেধাবী ইতিহাসবেত্তার নজর এড়ায়নি বহু অল্পশ্রুত নামও।

অজন্তার লেখা বঙ্গ রাজনীতিতে নারীশক্তি প্রবন্ধ জুড়ে আলোচিত হয়েছে তাদের আগলভাঙার কাহিনি। এসেছে উমাদেবী সীতাদেবী বগলা সম্মোহিনী দাশগুপ্ত বীণাপাণি দেবীর মতো নারীদের কৃতিত্বের কথা। সময়ের সারণি বেয়ে ধাপে ধাপে এগিয়ে এসেছেন অজন্তাদেবী। প্রথম কিস্তি প্রকাশিত হতেই জল্পনা পরের সংখ্যায় অনিলকন্যা হয়তো মমতার বিষয়ে লিখবেন, অন্তত এই ইঙ্গিত আসছে আজকের সম্পাদকীয়র স্ট্র্যাপে।

advertisement

প্রমোদ দাশগুপ্তর পাঁচ মানসপুত্রের একজন ছিলেন অনিল বিশ্বাস। প্রয়াত এই সিপিএম নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচক হিসেবেই পরিচিত ছিলেন। ১৯৬৯ সাল থেকে সিপিএম-এর সর্বক্ষণের কর্মী ছিলেন অনিল বিশ্বাস। এক সময় দলীয় মুখপাত্র গণশক্তি পত্রিকায় সাংবাদিকতা করেছিলেন অনিল।পরে যোগ্যতাবলেই ওই পত্রিকার সম্পাদক হন তিনি। অনিলের দূরদর্শিতাতেই গণশক্তি স্ট্যান্ড স্ট্যান্ডে জায়গা করে নিয়েছিল একথা অস্বীকার করার উপায় নেই।

advertisement

২০০৬ সালের ২৬ মার্চ ভোটের ঠিক আগে অনিল বিশ্বাস প্রয়াত হন। ভোটকুশলী অনিল বিশ্বাসের মৃত্যু সিপিএম রাজনীতিতে ব্ল্যাকহোল তৈরি করে। তারপর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়েছে। ২০১১ সালে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণশক্তির দাপট ক্রমেই কমেছে, স্ট্যান্ড দখল করতে শুরু করেছে জাগো বাংলা। সম্প্রতি এই জাগো বাংলা-ই দৈনিকে পরিণত হয়েছে। বাবা দাপুটে সিপিএম নেতা তথা গণশক্তির সম্পাদক ছিলেন, কন্যা জাগো বাংলা সম্পাদকীয় লিখছেন, ঘটনাটির তাৎপর্য যে কী গভীর তা রাজনীতির চর্চাকারী মাত্রই বুঝবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে লেখাটির মধ্যে কোনও ভাবেই রাজনীতির রোজকার কচকচি খুঁজে লাভ নেই। অনিলকন্যা লিখেছেন সংশ্লিষ্ট বিশয়ে নিজের ইতিহাস অবলোকনের পারদর্শিতার জায়গা থেকেই। ইতিমধ্যে এই নিয়েই চর্চাও শুরু হয়েছে সর্বত্র। পাঠক সমাদরও ইতিমধ্যেই পাচ্ছেন তিনি। আর সকলেই তাকিয়ে আছেন আগামীকাল অর্থাৎ দ্বিতীয় কিস্তির জন্য, কারণটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jago Bangla| Mamata Banerjee| তৃণমূল মুখপত্রে অনিল বিশ্বাসের কন্যার সম্পাদকীয় নিবন্ধ! নামোল্লেখ মমতারও?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল