তবে শনিবার রাত পর্যন্ত গাড়ির প্রস্তুতকারক সংস্থা এই ব্যাপারে কোনও মন্তব্য দেয়নি ৷ তবে সংস্থার তরফ থেকে পরে জানানো হয়েছে, বিক্রম যে গাড়িটি চালাচ্ছিলেন, তাতে এয়ারব্যাগ খোলার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয় ৷
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এয়ারব্যাগ কখন খুলবে, তা একেবারেই নির্ভর করে কয়েকটি নিয়মের ওপর ৷ বিশেষজ্ঞদের দাবি ‘সিট বেল্টের’ সঙ্গে এয়ারব্যাগের সম্পর্ক রয়েছে ৷ যাত্রী যদি সিট বেল্ট না বেঁধে থাকেন তো, তাহলে কোনওভাবেই এয়ারব্যাগ খোলে না৷ তবে বিশেষজ্ঞদের কথায়, গাড়ি ভেদে এই নিয়ম কিন্তু আলাদা হতে পারে ৷ বিদেশে বেশিরভাগ গাড়ির সিট বেল্টের সঙ্গে এয়ারব্যাগের যোগ থাকে ৷ কিন্তু বেশ কিছু ভারতীয় গাড়ির এয়ারব্যাগ গুলোর সঙ্গে কোনও সিট বেল্টের যোগাযোগ থাকে না ৷
advertisement
শুধু তা নয়, বিশেষজ্ঞরা জানান, এয়ারব্যাগের ক্ষেত্রে, গাড়ির স্পিড, কিসে গাড়ি ধাক্কা খাচ্ছে তার ওপর নির্ভর করে এয়ারব্যাগ খুলবে কিনা ৷
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফ্রন্ট এয়ারব্যাগের ক্ষেত্রে যদি গাড়ির সাইডে ধাক্কা লাগে, তাহলে সামনের এয়ারব্যাগ খুলবে না ৷ উপর থেকে যদি গাড়ি নিচে পড়ে যায়, তাহলেও এয়ারব্যাগ খোলে না ৷ এমনকী, গাড়ির স্পিড যদি ৩০ কিমির কম থাকে, কিংবা ল্যাম্পপোস্ট বা গাছে ধাক্কা লাগলে ৷
দুর্ঘটনার সময় অভিনেতা বিক্রম টয়োটার অল্টিস গাড়ি চালাচ্ছিলেন ৷ বিক্রমের বাড়ির লোকের দাবি, গাড়িটির বয়স মাত্র কয়েকমাস ৷ তাই সেক্ষেত্র কেনও গাড়ির এয়ারব্যাগ খুলছে না, তা নিয়ে তুলেছে বিক্রমের পরিবার !