সংস্থার পক্ষ থেকে আন্দামানের বিভিন্ন প্যাকেজের মধ্যে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস বিষয়টিকেও রাখা হয়েছে ৷ বিশেষত আজকাল পর্যটকরা আন্দামান গেলে ছবির মতো সুন্দর হ্যাভলক দ্বীপপুঞ্জে অবশ্যই ঘুরতে যান ৷ আর বিচে বসে শুধুমাত্র সমুদ্রের স্বচ্ছ নীল জল না দেখে নিজেরাও সেই জলে ডুব দিতে চান ৷ আর এই ডুব একেবারে যেমন তেমন ডুব নয় ৷ একেবারে সমুদ্রের ৩৫ ফুট নীচে ৷ যেখানে রং-বেরঙের মাছেদের সঙ্গে আপনিও সাঁতার কাটতে পারেন ৷ সমুদ্রের তলায় থাকা কোরাল এবং আরও নানা দুর্দান্ত জিনিস আপনি নিজের চোখে দেখতে পারবেন ৷ যা এতদিন ছবিতে বা সিনেমাতেই শুধু দেখেছেন ৷ আর এই সবকিছুই রয়েছে বিমানসংস্থার ট্যুর প্যাকেজে ৷
advertisement
এ ভাবে কলকাতা থেকে গিয়ে হ্যাভলকে দু’রাত এবং তিন দিন থাকার খরচ প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিস্তারা। সেই টাকার মধ্যে রয়েছে যাতায়াতের বিমান ভাড়া, পোর্টব্লেয়ার থেকে হ্যাভলক যাতায়াতের খরচ। হোটেলে থাকার সঙ্গে রয়েছে বিনামূল্যের ব্রেকফাস্ট। সারা দিনে বাকি খাওয়া নিজের খরচে। স্নোরকেলিং করতে খরচ জন প্রতি প্রায় দেড় হাজার টাকা। স্কুবা-র খরচ মাত্র সাড়ে চার হাজার টাকা।