উইং কমান্ডার এস এস বির্ডি জানিয়েছেন, ‘এদিন ভোর পাঁচটার সময় এস ভি আর মূর্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷ পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ৷’
তিনি আরও জানান, ‘প্রাথমিক তদন্তে অনুমান বারান্দা থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷’
advertisement
জানা গিয়েছে, কোয়ার্টারে একা থাকতেন এস ভি আর মূর্তি ৷ তার পরিবার হায়দরাবাদে থাকে ৷ পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘ এস ভি আর মূর্তির পরিবারের সদস্যদের খবরটি জানানো হয়েছে ৷ তড়িঘড়ি তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ গত রাতে তিনি কী করেছে তা জানার চেষ্টা করা হচ্ছে৷ পাশাপাশি তার ফোন রের্কড খতিয়ে দেখা হচ্ছে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 16, 2017 2:06 PM IST