TRENDING:

পিয়ারলেস হাসপাতালে নার্সিংয়ের ছাত্রীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার

Last Updated:

নার্সিং ছাত্রীর আত্মহত্যার ঘিরে পিয়ারলেস হাসপাতালে তুলকালাম। খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নার্সিং কোর্সের ছাত্রীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পিয়ারলেস হাসপাতালে। হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার নার্সিং তৃতীয় বর্ষের ছাত্রী রিঙ্কি ঘোষের ঝুলন্ত দেহ। কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ রিঙ্কির সহপাঠীদের। অপমান সহ্য করতে না পেরেই আত্মঘাতী রিঙ্কি। দাবি সহপাঠীদের। ঘটনার বিচার চেয়ে হাসপাতালে বিক্ষোভ দেখান তাঁরা। পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের পরিবারের।
advertisement

পড়াশোনা নয়। ফোনেই সারাদিন ব্যস্ত মেয়ে। পরীক্ষায় তাই খারাপ ফল। বৃহস্পতিবারই রিঙ্কি ঘোষের বাবাকে ডেকে এই অভিযোগ করেন পিয়ারলেস হাসপাতালের নার্সিং কলেজ কর্তৃপক্ষ। মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে এরপর ফিরে যান বাবা। রাতে রিঙ্কির মৃত্যুর খবর পায় পরিবার। একুশ বছরে বিএসসি নার্সিং থার্ড ইয়ারের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় লেডিস হস্টেলের তিলতলার শৌচাগার থেকে। সহপাঠী ও পরিবারের দাবি, অপমানে আত্মহত্যা করেছেন রিঙ্কি। প্রিন্সিপ্যাল ও ক্লাস টিচারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পরিবার।

advertisement

নিয়মিত মানসিক নির্যাতন। একদিকে পড়াশোনার চাপ। অন্যদিকে কাজের প্রেসার। অসুস্থ হলেও মেলে না ছুটি। তার উপর কথায় কথায় অপমান। হেনস্থা। নার্সিং কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ পড়ুয়াদের। তাঁদের অভিযোগ, রিঙ্কির খবর বাইরে বেরনো আটকাতে তাঁদের হস্টেলে আটকে রেখে বন্ধ করে দেওয়া হয় গেট। এমনকি মারধরও করা হয় তাঁদের। রাত থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন রিঙ্কির সহপাঠীরা। যার আঁচ কমেনি সকালেও। হাসপাতালের পরিষেবা ব্যাঘাত না ঘটিয়েই তাঁদের বিক্ষোভ চলছে। দাবি পড়ুয়াদের।

advertisement

কলেজে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অধ্যাপক চন্দ্রাণী চক্রবর্তী। পরে তাঁকে উদ্ধার করে ওয়ার্ড অফিসে নিয়ে যায় পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একদিকে কাজ। অন্যদিকে পড়াশোনার চাপ। সঙ্গে অপমান। অভিভাবকদের সামনে হেনস্থা। এত কিছু সহ্য করতে পারেনি একুশ বছরের মেয়েটি। তাই এই চরম পরিণতি। সহপাঠীদের এসব দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
পিয়ারলেস হাসপাতালে নার্সিংয়ের ছাত্রীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার