বুধবার দুপুরে বাড়ির চারতলা ছাদ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় যুবক। গলায় তার পেঁচানো ছিল। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ১৮/৫, ঢাকুরিয়া স্টেশন রোডের ঘটনা।
জানা গিয়েছে, দেড় বছর বয়সে কাজের মাসির নাতি সানি মণ্ডলকে দেখাশোনার জন্য নেন তপতি বিশ্বাস। তারপর থেকে ঘরের ছেলে হয়ে উঠেছিল সানি। ছেলে সঞ্জীবের বিয়ের আনেক আগেই সানিকে বাড়িতে নিয়ে আসেন তপতি বিশ্বাস।
advertisement
২০১৭ সালে সঞ্জীবের বিয়ে হয়। ছেলের দুই সন্তানও হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি কয়েকবার সানিকে তাঁর বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলেন তপতি। কিন্তু, তাঁরা ফেরত নেননি। নাবালক ছেলের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ প্রতিবেশীদের। হাতে-কপালে আঘাতের চিহ্ন মিলেছে ৷ দেহের পাশে উদ্ধার কাপ, চামচ ৷ খুনের ঘটনা চাপা দিতে চাইছে পুলিশ, দাবি স্থানীয়দের ৷