TRENDING:

নাবালকের রহস্যমৃত্যুতে ঢাকুরিয়ায় তুলকালাম, দত্তক ছেলেকে খুনের অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে

Last Updated:

বুধবার দুপুরে বাড়ির চারতলা ছাদ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নাবালকের রহস্যমৃত্যুতে ঢাকুরিয়ায় তুলকালাম। দত্তক ছেলেকে খুনের অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে। গতকাল রাতে দেহ আটকে রেখে লেক থানার সামনে প্রতিবেশীদের বিক্ষোভ-অবরোধ। পরিস্থিতি সামলাতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়ার অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক মৃতের অভিভাবক।
advertisement

বুধবার দুপুরে বাড়ির চারতলা ছাদ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় যুবক। গলায় তার পেঁচানো ছিল। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ১৮/৫, ঢাকুরিয়া স্টেশন রোডের ঘটনা।

জানা গিয়েছে, দেড় বছর বয়সে কাজের মাসির নাতি সানি মণ্ডলকে দেখাশোনার জন্য নেন তপতি বিশ্বাস। তারপর থেকে ঘরের ছেলে হয়ে উঠেছিল সানি। ছেলে সঞ্জীবের বিয়ের আনেক আগেই সানিকে বাড়িতে নিয়ে আসেন তপতি বিশ্বাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজো নয়, বর্ধমানের 'এই' গ্রামে কালীপুজোই আসল! দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ
আরও দেখুন

২০১৭ সালে সঞ্জীবের বিয়ে হয়। ছেলের দুই সন্তানও হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি কয়েকবার সানিকে তাঁর বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলেন তপতি। কিন্তু, তাঁরা ফেরত নেননি। নাবালক ছেলের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ প্রতিবেশীদের। হাতে-কপালে আঘাতের চিহ্ন মিলেছে ৷ দেহের পাশে উদ্ধার কাপ, চামচ ৷ খুনের ঘটনা চাপা দিতে চাইছে পুলিশ, দাবি স্থানীয়দের ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নাবালকের রহস্যমৃত্যুতে ঢাকুরিয়ায় তুলকালাম, দত্তক ছেলেকে খুনের অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল