সামশাদের সঙ্গী এরাজ্যে আসা আরও তিন জঙ্গির খোঁজে এসটিএফ। এই তিন জঙ্গির গতিবিধি সম্পর্কেই নির্দিষ্ট তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সব থেকে বেশি ভাবিয়ে তুলেছে আফতাবের গতিবিধি।
অন্যান্যদের মত তাকেও এরাজ্যে আসতে নির্দেশ দেওয়া হয় ৷ মুম্বইয়ের সমুদ্র পাড় থেকে এরাজ্যে আসে আফতাব ৷ এরপর তাঁকে হলদিয়া যেতে বলা হয়েছিল ৷ হোটেলের রেজিস্টারেও সে হলদিয়ায় যাওয়ার কথা উল্লেখ করে ৷
advertisement
শুধুমাত্র অস্ত্র কেনা বা পাচারের জন্য আলকায়দার জঙ্গিরা যে এরাজ্যে আসেনি তা স্পষ্ট। সেকারণেই গোয়েন্দাদের আশঙ্কা- মুম্বইয়ের মত এরাজ্যেও জলপথে হামলার ছক? সেই উদ্দেশ্যেই কি বিস্ফোরক বিশেষজ্ঞ আফতাবকে দায়িত্ব?
তদন্তে এই তথ্য সামনে আসতেই গোয়েন্দারা জল সীমান্তের নিরাপত্তা বাড়তে জোর দেওয়ার কথা বলছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2017 9:27 AM IST