TRENDING:

ফের আবেদনপত্র পূরণের জন্য চালু হল পোর্টাল... ৯ দিনে মাত্র ৩৫ আবেদনকারী! নিয়োগের লিখিত পরীক্ষা কবে?

Last Updated:

সুপ্রিম কোর্টের নির্দেশে নবম -দশম ও একাদশ- দ্বাদশের শিক্ষক নিয়োগের আবেদনপত্র ফের পূরণ করার জন্য পোর্টাল চালু করা হয়েছে। গত ২৪ তারিখ থেকে সেই পোর্টাল চালু করেছে এসএসসি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ৯ দিনে মাত্র ৩০ থেকে ৩৫ জন আবেদনকারী। সুপ্রিম কোর্টের নির্দেশে নবম -দশম ও একাদশ- দ্বাদশের শিক্ষক নিয়োগের আবেদনপত্র ফের পূরণ করার জন্য পোর্টাল চালু করা হয়েছে। গত ২৪ তারিখ থেকে সেই পোর্টাল চালু করেছে এসএসসি। তাতেই দেখা গেল ৯ দিনে মাত্র ৩০ থেকে ৩৫ জন আবেদনকারী আবেদন করেছেন এই প্রক্রিয়ার জন্য। আগেই এসএসসি জানিয়েছিল যাঁরা আবেদন করার তাঁরা আবেদন করে ফেলেছিলেন। এরপরেও সুপ্রিম কোর্টের নির্দেশে ফের পোর্টাল চালু হওয়ায় এই সংখ্যক আবেদনই এখনও পর্যন্ত জমা পড়ল। আবেদনকারীদের ৩ তারিখ অ্যাডমিট কার্ড দেওয়া হবে। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি নিয়োগের লিখিত পরীক্ষা নেবে।
News18
News18
advertisement

এসএসসির প্রকাশিত তালিকাকে চ্যালেঞ্জ করে মামলায় সুপ্রিম কোর্টে স্কুল কমিশনের বক্তব্য, শীর্ষ আদালত যা নির্দেশ দিয়েছিল, সেটা মেনেই তালিকা প্রকাশ হয়েছে। এরপরই আদালতে প্রশ্ন ওঠে, সিবিআইয়ের তালিকায় আরও বেশি নাম ছিল। এখানে কেন এত কম? এক্ষেত্রে কমিশনের বক্তব্য, সেই তালিকার সবাইকে নিয়োগ করা হয়নি। যারা নিযুক্ত হয়েছিল, এই তালিকায় শুধু তাদের নামই আছে, যারা নিযুক্তদের মধ্যে দাগি।

advertisement

আরও পড়ুন: তৃণমূলের ধর্না মঞ্চ খুলে দিল সেনাবাহিনী, বাঁশ-ত্রিপল সরিয়ে দিলেন সেনা জওয়ানরাই! মেয়ো রোডে কী কাণ্ড?

এদিকে, এসএসসি-র পরপর মামলায় বিরক্ত সুপ্রিম কোর্ট। দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে, সুপ্রিম কোর্টকে জানাল SSC। এসএসসি-র আইনজীবী জানান, দাগি অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের আবেদনপত্র পূরণের জন্য চালু হল পোর্টাল... ৯ দিনে মাত্র ৩৫ আবেদনকারী! নিয়োগের লিখিত পরীক্ষা কবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল