TRENDING:

হাইকোর্টে ফের পর্ষদের ধাক্কা, নিয়োগ নিয়ে ফের একাধিক প্রশ্ন

Last Updated:

এই বিষয় নিয়ে আন্দোলনের নেতা অচিন্ত্য সামন্ত এবং পিয়ালী গুছাইত জানিয়েছেন, তাঁদের আন্দোলন যেরকম চলছে, সেরকমই চলবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাইকোর্টে ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৩৯২৯ জন প্রাথমিকের চাকরিপ্রার্থীদেরকে নিয়োগ করতে হবে বলে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ ।২০১৪ সালে যাদের পরীক্ষা হয়েছিল তাদের মধ্যে থেকেই নিয়োগ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। এই খবর শোনার পর নট ইনক্লুডেড প্রেজেন্ট লিস্টে যাঁরা ছিলেন, তাঁরা দাবি করেন এবার তাঁরাই নিয়োগ পাবেন। ইন্টারভিউতে বসতে হবে না। হাইকোর্টের নির্দেশকে তাঁরা স্বাগত জানায়।
advertisement

তবে বিষয়টা ঠিক এখানে আটকে নেই৷ হাইকোর্টের রায়ের পর রীতিমতো প্রশ্ন এবং আশঙ্কা দেখা দিয়েছে প্রার্থীদের শিবিরে, বিশেষত ২০১৪ সালের নট ইনক্লুডেড প্রেজেন্ট লিস্টের চাকরিপ্রার্থীদের মধ্যে।  কারণ এই আন্দোলনে রয়েছে ৬ থেকে ৭ হাজার চাকরিপ্রার্থী। তাঁরা প্রত্যেকেই ২০১৪ সালের নট ইনক্লুডে। ৩৯২৯ জন চাকরি পেয়ে গেলে বাদবাকিরা কি করবে? সেই বিষয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এবার পুজো মণ্ডপেও নিজের খেলা দেখাবে 'এআই'! থিম শিল্পী এসেছেন বলিউড থেকে
আরও দেখুন

যদিও এই বিষয় নিয়ে আন্দোলনের নেতা অচিন্ত্য সামন্ত এবং পিয়ালী গুছাইত জানিয়েছেন, তাঁদের আন্দোলন যেরকম চলছে, সেরকমই চলবে। যতদিন না সব আন্দোলনকারী চাকরি পাবেন, ততদিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। সূত্রের খবর,  ২০১৪ এর নট ইনক্লুডেডদের আন্দোলনকে পর্ষদ সভাপতি গৌতম পাল অবৈধ বলেছিলেন। তিনি জানিয়েছিলেন ২০১৭ সালে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের সঙ্গেই ইন্টারভিউতে বসতে হবে ওঁদের। কিন্তু আজ হাইকোর্টের রায় পর্ষদকে সজোরে ধাক্কা দেয়। গৌতম বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তিনি চাকরি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।  যদিও গৌতম বাবু বলেছেন ৬ থেকে ৭ হাজার পদ তার প্রস্তুত রয়েছে। প্রশ্ন, সেই ৬ - ৭ হাজারের মধ্যে মাত্র ৩২২৯ জন চাকরি পাওয়ার পর আর বাদ বাকিদের কী হবে সেটার কোনও নিশ্চিত পথ তৈরি হয়নি এখনও। অতএব আন্দোলন আন্দোলনের মতোই থাকছে, বলে ইঙ্গিত অচিন্ত্য সামন্তদের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
হাইকোর্টে ফের পর্ষদের ধাক্কা, নিয়োগ নিয়ে ফের একাধিক প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল