সম্প্রতি দক্ষিণ দমদম পুর এলাকার বাসিন্দা ১৬ বছরের কিশোরীর ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। কিশোরীর নাম মধু সিং। বেলেঘাটা আইডি হাসপাতালে তার মৃত্যু হয়। সূত্রের খবর, দিনকয়েক ধরে জ্বরে আক্রান্ত ছিল সে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
শহরজুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। কয়েকদিন আগেই লালবাজারকে ডেঙ্গি দমন নিয়ে সতর্ক করে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সেনাকে মশা দমনের প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে কলকাতা পুরসভার মশা দমন বিভাগ। ডেঙ্গি প্রতিরোধে ইতিমধ্যেই নানা পদক্ষেপ করেছে প্রশাসন। এলাকায় নজরদারি চালানো হচ্ছে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্রগুলিকে সতর্ক করা হয়েছে। বাড়ি বাড়ি পরিদর্শন ও এলাকায় মশা নিয়্ন্ত্রণের জন্য আলাদা দল তৈরি হয়েছে। নিয়মিত এলাকা পরিদর্শন করছেন স্বাস্থ্যকর্মীরা।
advertisement