মহার্ঘ ভাতার কোনও সাংবিধানিক বৈধতা নেই। দেশে বেকার ভাতা নেই। তবে মহার্ঘ ভাতা কেন? প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। জনস্বার্থ মামলায় ২০১৭-র সেপ্টেম্বর মাসে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মাহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি খারিজেরও আবেদন করা হয়। মামলাকারীর যুক্তি, সংবিধানে মহার্ঘ ভাতা দেওয়ার কথা কোথাও স্পষ্ট করে উল্লেখ নেই। তাহলে তা সরকারি কর্মচারীদের অধিকার হয় কিভাবে?
advertisement
বেশ কয়েক বছর ধরে বকেয়া রাজ্য সরকারি কর্মচারীদের DA ৷ সেই বকেয়া DA পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারীরা ৷ এখনও হাইকোর্টে বিচারাধীন সেই মামলা ৷ মঙ্গলবার হাইকোর্টে মহার্ঘ ভাতা মামলার শুনানি। সেই মামলার সঙ্গে মহার্ঘ ভাতা বন্ধের মামলার শুনানির সম্ভাবনা।
সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে চলতি বছরের জানুয়ারি মাস থেকেই বর্ধিত ১৫ শতাংশ হারে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদের ৷