TRENDING:

NRS হাসপাতালে ২ সদ্যোজাতের মৃত্যুর জের, জীবাণুমুক্ত করতে বন্ধ হল SNCU

Last Updated:

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোন আতঙ্কের কারণ নেই । শিশুদের সুচিকিৎসার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ABHIJIT CHANDA
advertisement

#কলকাতা: শিয়ালদহ এনআরএস হাসপাতালে পরপর দুই সদ্যজাতর মৃত্যুর পর নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রোপচার করার অভিযোগ উঠেছিল।  নিম্ন মানের সুতো ব্যবহার করার জন্য সুতো ছিঁড়ে যায়। ফলে বারবার অস্ত্রোপচার করতে হয়, এই অস্ত্রোপচারের ধকল সামলাতে না পেরে দুই শিশুর মৃত্যু হয় ৷ গত বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া বাসিন্দা মুর্তাজা হোসেন অলিভিয়া পারভীনের ১০ দিনের পুত্রসন্তানের মৃত্যু হয় ৷ অভিযোগ ওঠে, মলদ্বারের অস্ত্রোপচার করতে গিয়ে নিম্নমানের সুতো ব্যবহার করা হয়েছিল ৷ যার জেরে তিন-তিনবার অস্ত্রপচার করতে হয়।এরপর শনিবার সন্ধ্যায় মালদহ গাজলের বাসিন্দা নির্মল মুদি ও শিল্পী মুদির ১৮ দিনের কন্যা সন্তানের মৃত্যু হয়। এক্ষেত্রেও অভিযোগ উঠেছিল নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রপচার করার।

advertisement

রবিবার দুপুরে এনআরএস হাসপাতালে শিশু শল্য বিভাগের সাত তলায় নবজাতক চিকিৎসা বিভাগ বা স্পেশ্যাল নিউ বর্ন কেয়ার ইউনিট জীবাণুমুক্ত করার জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ শুধুমাত্র নিম্নমানের সুতো ব্যবহার করার জন্যই শিশুমৃত্যু এবং বেশ কয়েকজন শিশু অসুস্থ হওয়ার ঘটনার তত্ত্ব পুরোপুরি মেনে নিতে পারছে না। শিশু চিকিৎসকরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ এসএনসিইউ-তে সংক্রমণের জেরে এই ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখছে। তার জন্যই জীবাণুমুক্ত করার জন্য এসএনসিইউ আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ জন সদ্যোজাতকে এসএনসিইউ-এর পাশে অপারেশন থিয়েটারের মধ্যে ভিতরে step-down বেডে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, শিশুদের সবরকম সুরক্ষার জন্যই এই ব্যবস্থা। এতে কারও কোনও সমস্যা হবে না, চিকিৎসায় কোনওরকম গাফিলতি হবে না। জীবাণুমুক্ত করার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপাতত দু’দিন এসএনসিইউ বন্ধ রাখা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও ভয় কাটছে না অসুস্থ সদ্যোজাতদের পরিবারের। ১৯ দিন বয়সী এক শিশুর মা তপতী মন্ডলের বক্তব্য, গত কয়েকদিন ধরে আতঙ্কের মধ্যে রয়েছি ৷ মাইকে আমার নাম শুনলেই বুক কেঁপে ওঠে। আর কোনও মায়ের যেন বুক খালি না হয়, সেই প্রার্থনাই সবসময় করছি। বাকি সদ্যোজতদের পরিবারও একই ভয়ের মধ্যে আছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোন আতঙ্কের কারণ নেই । শিশুদের সুচিকিৎসার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এছাড়াও দু’টি অপারেশন টেবিলে ভাল করে পরীক্ষা করে দেখা হচ্ছে এবং নতুন করে জীবাণুমুক্ত করার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
NRS হাসপাতালে ২ সদ্যোজাতের মৃত্যুর জের, জীবাণুমুক্ত করতে বন্ধ হল SNCU
Open in App
হোম
খবর
ফটো
লোকাল