স্পাইসজেটের এই অফারে টিকিট কাটলে বিমানে চড়ার সময়কাল হল আগামী বছর ৯ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ৷ একই অফার পাওয়া যাচ্ছে ইন্ডিগোতেও ৷ সেখানেও টিকিট কাটতে হবে ২৪ নভেম্বর ২০১৬-র মধ্যেই ৷
স্পাইসজেটের এই ৭৩৭ টাকার বিশেষ অফারে চেন্নাই-কোয়েম্বাটোর-চেন্নাই, জম্মু-শ্রীনগর-জম্মু, চণ্ডীগড়-শ্রীনগর-চণ্ডীগড় এবং আগরতলা-গুয়াহাটির মতো কম দুরত্বের রুটে যাত্রা করার সুযোগ পাচ্ছেন যাত্রীরা ৷ একই সুবিধা পাওয়া যাচ্ছে ইন্ডিগোতেও ৷ এখানেই শেষ নয় ৷ বিমান টিকিটে ব্যাপক ছাড় দিচ্ছে এয়ার এশিয়া ইন্ডিয়াও ৷ আগামী ২৭ নভেম্বর পর্যন্ত মাত্র ৮৯৯ টাকায় টিকিট দিচ্ছে এই সংস্থা ৷ নির্দিষ্ট রুটগুলিতে ৩০ এপ্রিল ২০১৭ পর্যন্ত এই টিকিটে যাত্রা করা যাবে ৷
advertisement
স্পাইসজেটের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যে এখনও পুরনো ৫০০ ও হাজার টাকার নোটে যাত্রীদের টিকিট কাটার সুযোগ সংস্থার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। যা বৃহস্পতিবার পর্যন্ত চালু থাকবে। সস্তার এই নতুন টিকিট কাটলে অবশ্য তা বাতিল করা যাবে না। বদল করা যাবে না সেই টিকিটের দিনক্ষণও।