বিধানসভা চত্বরে অধ্যক্ষের অনুমতি ছাড়া কোনও কর্মসূচি করা যাবে না।
অধিবেশন শেষের পরে বিধায়করা থাকলে অনুমতি নিতে হবে অধ্যক্ষের
লবি থেকে গাড়ি বারান্দা সর্বত্র থাকবে এই নিয়ম।
লবিতেও বন্ধ বিক্ষোভ।
আম্বেদকর মূর্তিতে অধ্যক্ষের অনুমতি ছাড়া কেউই বসতে পারবেন না।
আরও পড়ুন: কালো পোশাকে তৃণমূলের অবস্থানে, তাও বিধায়কের নাম অভিযোগপত্রে! তুঙ্গে শোরগোল
advertisement
বৃহস্পতিবার দুপুরে বিজেপি বিধায়কেরা গঙ্গাজল নিয়ে আম্বেদকর মূর্তির পাদদেশ ধুয়ে দেন। তাঁদের দাবি, তিন দিন ধরে ধর্না দিয়ে ওই জায়গাটিকে অপবিত্র করেছিল তৃণমূল, তাই তাঁরা গঙ্গাজল দিয়ে ধুয়ে পবিত্র করেছেন।
গত বুধবার দু’ পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে তুমুল উত্তেজনা ছড়ায় বিধানসভার মধ্যে৷ মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল বিধায়করা যে জায়গায় ধরনা দিচ্ছিলেন তার কাছেই দিকে পাল্টা অবস্থান বিক্ষোভে বসে পড়েন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা৷ বিধানসভার মধ্যেই তৈরি হয় চরম উত্তেজনার পরিস্থিতি৷ উত্তেজনা নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত লালবাজারের বিশাল বাহিনী বিধানসভায় যায়৷