TRENDING:

DA Protest in Delhi: ডিএর দাবি শহিদ মিনার থেকে গড়াল যন্তর মন্তরে, কেন্দ্রের শর্ত মেনেই ধর্না এবার দিল্লিতে

Last Updated:

DA Protest in Delhi: দিল্লির যন্তরমন্তরে মঞ্চের কয়েকশো আন্দোলনকারী ১০ এবং ১১ এপ্রিল বকেয়া ডিএ-র দাবিতে ধর্না দেবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শহিদ মিনার চত্বরে টানা ৪৪ দিন ধর্নার পরেও সরকারের কাছ থেকে বকেয়া ডিএ নিয়ে আশার আলো দেখতে পায়নি সংগ্রামী যৌথ মঞ্চ। তাই এবার যাত্রা রাজধানীর উদ্দেশে৷ দিল্লি সফরের জন্য প্রস্তুত হয়েই  ধর্নামঞ্চে পৌঁছে গিয়েছেন আন্দোলনকারীরা।
ডিএ-র দাবিতে ধর্না এবার দিল্লিতে
ডিএ-র দাবিতে ধর্না এবার দিল্লিতে
advertisement

অন্যান্য রাজ্যের মহার্ঘ্য ভাতার অঙ্ক তুলনায় বেশি হলেও এ রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তা কেন্দ্রীয় হারের তুলনায় অনেকটাই কম। এই অভিযোগে শহিদ মিনারের নীচে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে এক ছাতার তলায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা।

advertisement

আরও পড়ুন: চড়চড় করে চড়ছে পারদ! রাজ্যের জেলায় জেলায় মেঘ কাটতেই পারদ ঊর্ধ্বমুখী! দেখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট...

দিল্লির যন্তরমন্তরে মঞ্চের কয়েকশো আন্দোলনকারী ১০ এবং ১১ এপ্রিল বকেয়া ডিএ-র দাবিতে ধর্না দেবেন। কলকাতায় শহিদ মিনারের নীচেও কর্মসূচি চলবে।  হাওড়া রাজধানী আর শিয়ালদহ রাজধানী ধরে দিল্লি যাবেন আন্দোলনকারীরা। হাওড়া দিয়ে ২০০ জনের মতো যেতে পারেন। আন্দোলনের মূল নেতা ভাস্কর ঘোষও সম্ভবত হাওড়া দিয়েই যাবেন৷ যাত্রা চলবে আগামিকালও৷  কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।

advertisement

আরও পড়ুন: সাইক্লোনিক সার্কুলেশন অ্যালার্ট... ! ১৫ রাজ্যে তুমুল বৃষ্টি-বজ্রঝড় সতর্কতা! ৭ রাজ্যে চরম দাবদাহ! আবহাওয়ার বিরাট আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ডিএ ইস্যু নিয়ে রাজ্যকে বিশেষ নির্দেশ দেয় হাইকোর্ট৷ জানানো হয়েছে, আগামী ১৭ এপ্রিলের মধ্যে যৌথ মঞ্চের সঙ্গে আলোচনায় বসতে হবে রাজ্য সরকারকে৷ গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, "ডিএ আবেদন নিয়ে আলোচনা হওয়া উচিত। সরকারের সঙ্গে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে কথা শুরু হওয়া উচিত। আন্দোলনকারীদের তরফে ৩ জন থাকতে পারেন। সরকারের তরফে মুখ্যসচিব বা এই স্তরের আধিকারিক আলোচনায় থাকুন।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
DA Protest in Delhi: ডিএর দাবি শহিদ মিনার থেকে গড়াল যন্তর মন্তরে, কেন্দ্রের শর্ত মেনেই ধর্না এবার দিল্লিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল