TRENDING:

শুধু যাদবপুরের ৬৮ নম্বর রুমই কি কুখ্যাত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৈঠকখানা রোডের ৩৪ নম্বর রুমেও চলে র‍্যাগিং

Last Updated:

JU Student Death: কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'কর্মিক্যাল হল' নামে হোস্টেলের চরম সত্য সামনে এলো। এখানেও জুনিয়ররা ভয়ে কাঁপে হোস্টেলের প্রাক্তনদের দেখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাদবপুরের ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গের নামীদামী বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলির চিত্র সামনে বেরিয়ে আসছে। কয়েকদিন আগে বালিগঞ্জ সায়েন্স কলেজের হোস্টেলের এক ছাত্র অভিযোগ করেছিলেন, সেই হোস্টেলে বহিরাগতরা দীর্ঘদিন ধরে থাকছে।
যাদবপুরের ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গের নামীদামী বিশ্ববিদ্যালয়ের হোস্টেল গুলির চিত্র সামনে বেরিয়ে আসছে
যাদবপুরের ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গের নামীদামী বিশ্ববিদ্যালয়ের হোস্টেল গুলির চিত্র সামনে বেরিয়ে আসছে
advertisement

সেই হোস্টেলে র‍্যাগিংয়ের মত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। এবার সামনে এল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৈঠকখানা রোডে কার্মিক্যাল হল ‘হোস্টেলের ভেতরের তথ্য।

এখানেও পাশ করে যাওয়ার পর বহিরাগতরা হোস্টেলে থেকে কেউ রাজনীতি করছে, কেউ বা অন্য কোথাও চাকরি করছে। এখানেও র‍্যাগিংয়ের অভিযোগ রয়েছে।   হোস্টেলটি মূলত স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রাবাস। এখানে শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আবাসিক হিসেবে থাকার অধিকার পায়। পাস করে যাওয়ার পর এখানে নিয়মমাফিক থাকার কোনও অধিকার নেই প্রাক্তনদের। হোস্টেলের পুরনো বিল্ডিং এবং নতুন বিল্ডিং মিলে মোট ৩২৫ থেকে ৩৩০ জন ছাত্র থাকার ব্যবস্থা রয়েছে।

advertisement

আরও পড়ুন –  West Bengal Weather Alert: বৃষ্টি তো নয় যেন সাক্ষাৎ দানব, তাণ্ডবের দাপট উত্তরে, দক্ষিণেও আজ থেকে ফের শুরু তোলপাড়, রইল ওয়েদার আপডেট

সে জায়গায় দেখা গেল ৪০ থেকে ৪৫ জন প্রাক্তন এখনও পর্যন্ত ওখানে রয়েছে। ১৮ মার্চ ২০২৩ সালে বর্তমানে পাঠরত ছাত্ররা ওই সমস্ত প্রাক্তনদের বিরুদ্ধে বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেখানে যারা আবাসিক নয় তাদের হোস্টেলে থাকা এবং প্রভাব বিস্তার করা ও র‍্যাগিংয়ের মত ঘটনা উল্লেখ করে চিঠি লেখে।তারপর এখনও পর্যন্ত হোস্টেলে ওই প্রাক্তনরা রীতিমতো সদর্পে থাকছে।

advertisement

জুনিয়র ছাত্রদের অভিযোগ,হোস্টেলে ৩৪ নম্বর রুম রয়েছে। যেখানে প্রাক্তনরা ইন্ট্রো নেওয়ার নাম করে জুনিয়রদের ওপর মানসিক এবং আর্থিক চাপ দেয়। তবে এত কিছুর পরেও বোর্ড অফ রেসিডেন্স সরেজমিনে খতিয়ে দেখতে আসার কথা থাকলেও তারা কার্মিক্যাল হলে আসেননি।যে সমস্ত ছাত্ররা অভিযোগ করেছিল, তারা কিন্তু এই মুহূর্তে ওই হোস্টেলের প্রাক্তন তৌসিফ আহমেদ, সফি, সাবির, জসীমউদ্দীন শেখদের ভয়ে কুঁকড়ে রয়েছে।

advertisement

এই বিষয়ে হোস্টেল সুপারিনটেনডেন্ট অমিত মজুমদারের সঙ্গে ফোনে কথা বলতে গেলে, তিনি পরিচয় পেয়েই বলেন আধঘন্টা পরে ফোন করতে। পরে তাকে ফোন করলে কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে কোন উত্তর মেলেনি।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

SHANKU SANTRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
শুধু যাদবপুরের ৬৮ নম্বর রুমই কি কুখ্যাত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৈঠকখানা রোডের ৩৪ নম্বর রুমেও চলে র‍্যাগিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল