শুক্রবার বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় ওই অধ্যাপকের ওপর চড়াও হন প্রাক্তন এক পড়ুয়া। ক্যাম্পাসের ৪ নং গেটের সামনে এই ঘটনা ঘটে। রাজেশ সাঁতরা নামে ওই প্রাক্তন পড়ুয়া থামাতে হস্তক্ষেপ করতে হয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের। নিগৃহীত অধ্যাপক ও অভিযুক্ত প্রাক্তন পড়ুয়াকে উপাচার্যের ঘরে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত রাজেশ সাঁতরাকে আটক করেছে পুলিশ।
বুধবারই হীরালাল পাল কলেজে টিএমসিপি সদস্যদের হাতে নিগৃহীত হন অধ্যাপক ৷ অধ্যাপককে বেধড়ক মার পড়ুয়াদের। মুখ লক্ষ করে একের পর এক ঘুষি। বুধবার কোন্নগরের হীরালাল পাল কলেজের এই ঘটনা দেখে হতবাক রাজ্যের শিক্ষামহল। দু’দল পডুয়ার বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন কলেজের বাংলার অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়। শিক্ষক পিটিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কোন্নগরের হীরালাল পাল কলেজের দুই ছাত্র। ধৃত দুই টিএমসিপি সদস্যকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শ্রীরামপুর আদালত। গতকাল আক্রান্ত শিক্ষকের কাছে এসে ক্ষমা চেয়ে নেন অন্য টিএমসিপি পড়ুয়ারা।
advertisement