TRENDING:

গড়িয়াহাটের হকারদের জন্য এবার চাকা লাগানো নীল-সাদা স্টল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গড়িয়াহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হকারদের চাকা লাগানো স্টল দেওয়ার ঘোষণা করেছিল পুরসভা। সেইমত সোমবার গড়িয়াহাটে স্টলের নমুনা নিয়ে যাওয়া হয়। স্টলটি দেখে সুবিধা-অসুবিধা বুঝবেন হকাররা। তাঁদের মতামতের ভিত্তিতেই নতুন করে স্টলের বরাত দেবে পুরসভা।
advertisement

গড়িয়াহাটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হকাররা পাচ্ছেন চাকা লাগানো স্টল। সোমবার হকারদের নমুনা দেখাল পুরসভা।

১৯ জানুয়ারি। শনিবার। হঠা‍ৎই আগুন লাগে গড়িয়াহাটের একটি দোকানে। ছারখার হয়ে যায় শাড়ির দোকান ও সামনের ফুটপাথে থাকা দোকানগুলি। ৫২ জন ক্ষতিগ্রস্ত হকারকে চাকা লাগানো স্টল দেওয়ার ঘোষণা করেছিল পুরসভা। সোমবার গড়িয়াহাটে চাকা লাগানো স্টলের নমুনা নিয়ে যায় পুরসভা। এই স্টল,

advertisement

- উচ্চতায় ৮ ফুট

- আকারে ৪ ফুট বাই ৬ ফুট

- স্টলের তিন দিক আটকানো, একদিক খোলা

- স্টলের নীচে বাক্সে প্রয়োজনীয় জিনিস রাখার ব্যবস্থা আছে

- স্টলের উপরে টিনের শেড আছে, পরে হকার ও ক্রেতাদের সুবিধায় চারকোণা ছাতা লাগানো হবে

- তারের জঞ্জাল রুখতে পাইপলাইনের মাধ্যমে স্টলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে

advertisement

স্টলের নমুনা দেখে হকাররা খুশি। তবে পুরসভার কাছে স্টল নিয়ে কিছু দাবিও আছে তাঁদের।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নিজেদের মধ্যে আলোচনার পর হকাররা স্টল নিয়ে পুরসভাকে মতামত জানাবেন। তাঁদের সুবিধা অসুবিধা ভেবেই আরও চাকা লাগানো স্টলের অর্ডার দেবে পুরসভা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
গড়িয়াহাটের হকারদের জন্য এবার চাকা লাগানো নীল-সাদা স্টল