গতকাল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ভিতরে বাগবাজার হাই স্কুলের সহপাঠী এক বন্ধুর হাতে খুন হয় আরেক বন্ধু। ওই নাবালক পকেটে ধারালো অস্ত্র নিয়ে কি করে মেট্রো স্টেশনের ভেতরে ঢুকলো তা নিয়ে প্রশ্ন উঠছে? অভিযুক্ত রানা সিংকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।।গতকালই মেট্রোরেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।
গতকালের পর আজ সকালেও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দেখা গেল ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা।।মেট্রো স্টেশনে ঢোকার মুখে নেই কোনো আরপিএফ কর্মী। স্টেশনের ভেতরে দূরে এক জায়গায় দাঁড়িয়ে একে অপরের সঙ্গে গল্প করতে দেখা গেল আরপিএফ কর্মীদের। এমন ছবিই ধরা পড়ল নিউজ18 বাংলার ক্যামেরায়। আর গতকালের এই ঘটনায় প্রবল আতঙ্কিত মেট্রো যাত্রীরা। এই ঘটনার জন্য মেট্রো কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতিকেই দায়ী করলেন মেট্রোযাত্রীরা। কেন পর্যাপ্ত পরিমাণে আরপিএফ ও জিআরপি কর্মীরা মেট্রো স্টেশনের নিরাপত্তার দায়িত্বে নেই এই নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা।
advertisement