TRENDING:

উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার, রাজ্যে শক্তিবৃদ্ধি করল বিজেপি

Last Updated:

উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার। ধরাশায়ী বিরোধীরা। মন্তেশ্বরে জামানত বাজেয়াপ্ত হয়েছে বাম-কংগ্রেসের। তবে দু'হাজার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার। ধরাশায়ী বিরোধীরা। মন্তেশ্বরে জামানত বাজেয়াপ্ত হয়েছে বাম-কংগ্রেসের। তবে দু'হাজার ষোলোর উপনির্বাচনে শক্তিবৃদ্ধি হয়েছে বিজেপির। বামেদের পিছনে ফেলে কোচবিহারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। তৃতীয় স্থানে থাকা বাম প্রার্থীর থেকে বিজেপির প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় তিন লক্ষ। তমলুক লোকসভা ও মন্তেশ্বর বিধানসভাতেও বিজেপির ভোটবৃদ্ধি হয়েছে। রাজ্যে ৩ কেন্দ্রে উপনির্বাচনে জয়ী তৃণমূল ৷ উপনির্বাচনে শক্তিবৃদ্ধি বিজেপির ৷ কোচবিহারে দ্বিতীয় স্থানে বিজেপি ৷ মন্তেশ্বরে জামানত বাজেয়াপ্ত বাম-কংগ্রেসের ৷
advertisement

জিততে না পারলেও উপনির্বাচনে শক্তিবৃদ্ধি বিজেপির। প্রায় নিশ্চিহ্ন বাম-কংগ্রেস। প্রাপ্ত ভোটের নিরিখে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে পিছনে ফেলে কোচবিহারে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিজেপি প্রার্থী।

বিজেপি পেয়েছে ২৮.৩২ শতাংশ ভোট ৷ গত লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপির ভোটবৃদ্ধি প্রায় ১২ শতাংশ ৷ বাম প্রার্থী পেয়েছেন ৬ শতাংশ ভোট

advertisement

কোচবিহার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভাতেই দ্বিতীয় স্থানে বিজেপি

কোচবিহারের বিজেপির শক্তিবৃদ্ধির পিছনে গ্রেটার ভোটের মেরুকরণ ফ্যাক্টর কাজ করেছে বলে মত রাজনৈতিকমহলের।

তমলুকে প্রেস্টিজ ফাইট শুভেন্দু অধিকারীর। বিধানসভা নির্বাচনে জেলায় ষোলো-শূন্য করতে না পারলেও এবার তমলুকে তৃণমূলের জয়জয়কার। বিধানসভা নির্বাচনে হাতছাড়া হওয়া হলদিয়া, পাঁশকুড়া পূর্ব ও তমলুকে বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী। পরিবর্তনের গড় নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে বিজেপি।

advertisement

গত লোকসভায় বিজেপি পেয়েছিল ৮০ হাজারের মত ভোট ৷ এবার বিজেপি পেয়েছে ১ লক্ষ ৯৩ হাজার ৪৫০টি ভোট ৷

তমলুকে দ্বিগুনেরও বেশি বেড়েছে বিজেপির ভোট। একই ছবি মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রেও। দু'হাজার ষোলের বিধানসভা ভেটের নিরিখে ভোট বেড়েছে বিজেপির। আর তৃণমূলের বিপুল জয়ে মন্তেশ্বরে জামানত বাজেয়াপ্ত হয়েছে বাম ও কংগ্রেস প্রার্থীর। রাজ্য রাজনীতিতে অন্যতম শক্তি হিসাবে বিজেপি যে উঠে আসছে. উপনির্বাচনের ফলেই তা স্পষ্ট।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার, রাজ্যে শক্তিবৃদ্ধি করল বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল