হেয়ারস্ট্রিট থানার সাইবার সেলের পুলিশ ইউটিউবারকে গোয়া থেকে গ্রেফতার করে। বুধবার রাতে কলকাতায় নেমেই সংবাদমাধ্যমের সামনে তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, 'কিপ ডিসট্যান্স। ডোন্ট টাচ মি।' সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তরও তিনি দেননি। মহিলাদের অসম্মান, অশান্তিতে উস্কানি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা রুজু রয়েছে রোদ্দুরের বিরুদ্ধে। আজ আদালতে তোলা হবে রোদ্দুর রায়কে।
advertisement
আরও পড়ুন: বেনজির রায় আদালতের, বিচার শেষ হয়ে যাওয়া বালির তপন দত্ত খুনের তদন্তে এবার সিবিআই!
ঘটনার সূত্রপাত নজরুল মঞ্চে কেকে-র শো ও তারপর গায়কের মৃত্যু নিয়ে। নজরুল মঞ্চে শোয়ের পরেই অসুস্থ হয়ে পড়েন কেকে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় তাঁর। নজরুল মঞ্চে সেদিন কেকে-র শো দেখতে মাত্রাতিরিক্ত মানুষ ভিড় করে। ৭০০০ মানুষের ভিড় এবং তার উপর এসিও বন্ধ ছিল দীর্ঘক্ষণ, এমনই অভিযোগ উঠেছে। বিভিন্ন গাফিলতি নিয়েও প্রশ্ন ওঠে। এরপরই ফেসবুক লাইভে এসে এমন বিশৃঙ্খলা তৈরির জন্য় পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তোলেন রোদ্দুর রায়। এখানেই শেষ নয়। মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ও ফিরহাদ হাকিমকেও কুরুচিকর ভাষায় আক্রমণ করেন তিনি।
আরও পড়ুন: টেটে নতুন চাঞ্চল্যকর তথ্য, উপেন বিশ্বাসের তোলা অভিযোগের তদন্ত করবে সিবিআই!
গায়ক রূপঙ্কর বাগচীর মন্তব্য়কে ঘিরেও তিনি বেশ কিছু কথা বলেন। সেই লাইভ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর পরেই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়। আর কলকাতায় নেমেই রোদ্দুর বুঝিয়ে দিলেন, তিনি দমে যাওয়ার বান্দা নন।