পড়ুয়া পর্যাপ্ত। নেই শিক্ষক। ফলে পঠন-পাঠন কার্যত শিখে উঠেছিল হেয়ার স্কুলের প্রাথমিক বিভাগের। গত ৫ বছর ধরে প্রায় সাড়ে পাঁচশো পড়ুয়ার জন্য বরাদ্দ ছিলেন মাত্র ৭ জন শিক্ষক। পরিসংখ্যানেই স্পষ্ট শহরের অন্যতম নামী সরকারি স্কুলের অন্দরের পরিকাঠামোর ছবি। অভিভাবকদের দাবি, শিক্ষক নিয়োগের জন্য গত ৫ বছর বারবার তাঁরা দরবার করেছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কুল শিক্ষা দফতরের কাছে। কিন্তু কোনও আশ্বাস মেলেনি। প্রতিবাদে বুধবার পথ অবরোধ করেন অভিভাবকরা। সকাল ৭টা থেকে শুরু হয় তাঁদের অবরোধ। ভরা অফিস টাইমে নাকাল হয় কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর।
advertisement
টানা ৫ ঘণ্টার অবরোধ তুলতে প্রথমে আসে পুলিশ। তাতেও কাজ হয়নি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন কলকাতা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান কার্তিক মান্না। তাঁর আশ্বাস, বৃহস্পতিবার হেয়ার স্কুলের প্রাথমিক বিভাগে যোগ দেবেন ৫ জন শিক্ষক।
প্রতিশ্রুতি মতোই আজ থেকে স্কুলে যোগ দেন অস্থায়ী শিক্ষকরা ৷ স্বাভাবিকভাবে শুরু হয় পঠন পাঠন ৷