৩১ মার্চ, ২০১৬ । গণেশ টকিজে বিবেকানন্দ রোডের উপর, ভেঙে পড়েছিল নির্মীয়মাণ পোস্তা উড়ালপুলের একাংশ। তারপর তিন বছরেরও বেশি পেরিয়ে গিয়েছে। অবশেষে উড়ালপুলের বিপজ্জনক অংশ ভেঙে ফেলতে উদ্যোগী রাজ্য সরকার। তবে সেতু ভাঙতে গিয়ে আর কোনও বিপর্যয় চাইছে না প্রশাসন। তাই সোমবার ভাঙার কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসতে হয়। তিন সপ্তাহের জন্য স্থগিত রাখা হয় ভাঙার প্রক্রিয়া।
advertisement
- কোন পথে ভাঙা হবে পোস্তা উড়ালপুলের বিপজ্জনক অংশ?
উত্তরের খোঁজে বুধবার পোস্তা থানায় বৈঠক করে কলকাতা পুলিশ ও কেএমডিএ। বৈঠকে ব্রিজ ভাঙার ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যার কথা উঠে আসে।
ব্রিজ ভাঙার সমস্যা
- পোস্তা উড়ালপুলের দু'পাশে বেশ কয়েকটি জীর্ণ বাড়ি রয়েছে
- ব্রিজ ভাঙার সময়ে কম্পনে সেই বাড়িগুলির ক্ষতির আশঙ্কা রয়েছে
- প্রয়োজনে সরাতে হতে পারে ওই বাড়িগুলির বাসিন্দাদের
- ব্রিজ ভাঙার ক্ষেত্রে বড় সমস্যা ট্রাফিকও
- বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল করাতে হবে
- উড়ালপুল ভাঙাতে আনা মেশিনপত্র রাখার জায়গা প্রয়োজন
আগামী তিন সপ্তাহে এই সমস্যাগুলির সমাধান খুঁজবে পুলিশ ও কেএমডিএ। তারপর সবুজ সংকেত পেলে শুরু হবে ভাঙার প্রক্রিয়া। কিন্তু উড়ালপুলের বিপজ্জনক অংশ ভাঙা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাসিন্দাদের।
লালবাজার সূত্রে খবর, আগামী তিন সপ্তাহে আরও বেশ কয়েকটি বৈঠক করবে পুলিশ ও কেএমডিএ। তারপরই চূড়ান্ত হবে উড়ালপুলের বিপজ্জনক অংশ ভাঙার দিনক্ষণ।