সূত্রের খবর রাজ্যপালকে পদত্যাগপত্র পাটালেও রাজ্যের আইনমন্ত্রী অথবা আইন দফতরে এখনও পদত্যাগপত্র পাঠাননি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়৷ ফলে তাঁর পদত্যাগের কারণ নিয়ে চর্চা আরও বেড়েছে৷
আরও পড়ুন: ‘আমি ডাবল মার্জিনে জিতব,’ ভরপুর আত্মবিশ্বাসে স্বমহিমায় মহুয়া! বললেন.. ‘ওদের চিতায় তুলবই’
এই নিয়ে ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের পর মোট পাঁচ জন অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করলেন৷ শুরুটা হয়েছিল আইনজীবী জয়ন্ত মিত্রকে দিয়ে৷ এর পর একে একে বিমল চট্টোপাধ্যায়, জয়ন্ত মিত্র, কিশোর দত্তরা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ ছেড়েছেন৷ একই পথে হাঁটলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ও৷
advertisement
তবে আইনজীবী মহল এবং রাজ্য সরকার সূত্রে খবর, নতুন অ্যাডভোকেট জেনারেল হওয়ার দৌড়ে আবারও রয়েছেন আইনজীবী কিশোর দত্ত৷ তবে ঠিক কী কারণে শুধুমাত্র রাজ্যপালকে পদত্যাগপত্র পাঠিয়ে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতো একজন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জেনারেলের পদ ছাড়লেন, তা নিয়ে আইনজীবী মহলে জল্পনা তুঙ্গে৷