TRENDING:

Adulterated Mustard Oil: সামান্য ঠান্ডাতেই জমে যাচ্ছে সরষের তেল! কলকাতায় ভেজাল তেলের চক্রে জেরবার ক্রেতা

Last Updated:

Adulterated Mustard Oil: মানুষ ঠকিয়ে মানুষের খাবারের ব্যবসায়ীরা দিনের পর দিন মুনাফা লুটছে। মানুষের জীবন বিপন্ন হচ্ছে। তবুও এই চক্র বন্ধ হচ্ছে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : শহর কলকাতায় এখনও পর্যন্ত দুঃসাহসিক ভাবে ভোজ্য তেলের কারবার রমরমিয়ে চালছে বলে অভিযোগ।যেখানে FSSAI থেকে নিয়ম করে দেওয়া হয়েছে, কোনও প্রকারে ব্লেন্ডেড তেল নিষিদ্ধ।যদি কোনও ভাবে সেটা ধরা পড়ে,তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ, সেখানে এখনও পর্যন্ত সরষের তেলের সঙ্গে কমদামি তেল মিশিয়ে ব্যবসা চলছে।যা প্রতিটা মুহূর্তে সাধারণ মানুষ খাচ্ছে।অজান্তেই তারা নানা ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে।
ফ্রিজের ভিতরে সাধারণ জায়গায় রাখার পর, দেখা গেল সম্পূর্ণ জমে গিয়েছে
ফ্রিজের ভিতরে সাধারণ জায়গায় রাখার পর, দেখা গেল সম্পূর্ণ জমে গিয়েছে
advertisement

কলকাতার পোস্তা বাজারে বড় বড় তেলের ব্যবসায়ী রয়েছেন। অভিযোগ, তাঁদের কাছ থেকে বিশুদ্ধ এক টিন সরষের তেল কিনে দেখা গেল,সেই সরষের তেল গরম কড়াইতে দেওয়ার পরে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া ওঠা শুরু হয়। সঙ্গে তেলে খুব গ্যাঁজানি হওয়া শুরু হয়। যথারীতি ওই সরষের তেল দেখে রীতিমতো সন্দেহ জাগে। তারপরই সরষের তেল একটি মুখ ঢাকা পাত্রে নিয়ে ফ্রিজের ভিতরে সাধারণ জায়গায় রাখার পর, দেখা গেল সম্পূর্ণ জমে গিয়েছে। জমে যাওয়া অংশটি অনেকটাই হলদেটে ক্রিমের মতো। তখনই পরিষ্কার হয়ে যায়,সরষের তেল ছাড়াও ওর সঙ্গে বেশি পরিমাণে পাম তেল কিম্বা অন্য কোন তেল মেশানো রয়েছে। যার ফলে সরষের তেলের থেকে অল্প ঠান্ডায় জমে গিয়েছে।

advertisement

এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের অধ্যাপক ডঃ প্রশান্ত কুমার বিশ্বাসের সঙ্গে কথা বললে তিনি জানান, ‘‘সরষের তেল ফুটে ওঠার জন্য অনেকটা বেশি তাপমাত্রার প্রয়োজন হয়।যেহেতু সরষের তেলের সঙ্গে অন্য কিছু মেশানো রয়েছে, তার জন্য অল্প তাপমাত্রাতেই সেটা ফুটতে শুরু করে।যার ফলে ধোঁয়াটা খুব তাড়াতাড়ি ওঠা শুরু করে।’’

advertisement

আরও পড়ুন : আর্থ্রাইটিস বা গাঁটের ব্যথায় কি সর্ষের তেল মালিশ করলে উপকার? জানুন বিশেষজ্ঞের মত

তিনি এও বলেন, ‘‘পাম তেল জাতীয় কিছু মেশানো থাকার ফলেই তেল ওইভাবে জমে গিয়েছে। সরষের তেল জমে যাওয়ার জন্য -৬° সেন্টিগ্রড তাপমাত্রার প্রয়োজন হয়। ফ্রিজে অতটা কম তাপমাত্রা হয় না।পাম তেল ৫-৬ ডিগ্রি তাপমাত্রায় সম্পূর্ণ জমে যায়। এই সরষের তেল মানুষের স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ। এতে ক্ষতিকারক কোলেস্টরল থাকে। যার ফলে মানুষের হৃদযন্ত্রের সমস্যা তৈরি হয়। ’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Adulterated Mustard Oil: সামান্য ঠান্ডাতেই জমে যাচ্ছে সরষের তেল! কলকাতায় ভেজাল তেলের চক্রে জেরবার ক্রেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল