বর্তমানে ব্লু লাইনে চলাচলকারী বিএইচইএল প্রপালশনযুক্ত তেরোটি আইসিএফ রেক-এর প্রপালশন সিস্টেমকে আরও দক্ষ করে তোলার জন্য মেট্রো রেল আইআইটি খড়গপুরের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এই আইসিএফ রেকগুলো ব্রেকিংয়ের সময় বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হবে। এই রেকগুলো উল্লেখযোগ্যভাবে কম শক্তি খরচ করবে এবং ওজনে হালকা হবে, কারণ ক্যামশ্যাফট কন্ট্রোলার, ইকুইপমেন্ট বক্স এবং স্টার্টিং রেজিস্টারের কাজ একা এই উন্নত ইউনিটটিই করবে। এই রেকগুলোর ত্বরণ এবং মন্দন মসৃণ ও ঝাঁকুনিবিহীন হবে।
advertisement
মেট্রো জেনারেল ম্যানেজার মেট্রো কর্মকর্তাদের এবং ডা. সৌভিক চ্যাটার্জি ও ডা. গৌতম পোদ্দারের নেতৃত্বে আইআইটি খড়গপুরের দলকে অভিনন্দন জানিয়েছেন। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল পরিবর্তিত প্রপালশন ইউনিটটি একটি ট্রেন চালাতে সক্ষম কিনা তা পরীক্ষা করা।
এই প্রযুক্তির মাধ্যমে, ৩-ফেজ ইন্ডাকশন মোটর স্থাপনের জন্য বগি পরিবর্তন না করেই বিদ্যমান ডিসি ট্র্যাকশন মোটরের সাহায্যে ৩-ফেজ প্রপালশনের পারফরম্যান্স পাওয়া যাবে। এই প্রযুক্তি, যা ১০০% দেশীয় এবং সম্পূর্ণরূপে ভারতীয়, ভারতের যেকোনও মেট্রো সিস্টেমে প্রথমবারের মতো ব্যবহৃত হবে। মেট্রোরেলের আধিকারিকরা জানিয়েছেন, পরিষেবা যথাযথ ভাবে দেওয়ার জন্য আমাদের তরফে প্রযুক্তিগত উন্নতি ঘটানো হচ্ছে। এটা তারই একটা প্রচেষ্টা।
