TRENDING:

Adhir Ranjan Chowdhury: একাধিক দফায় পঞ্চায়েত ভোট চাই! আর্জি জানিয়ে হাইকোর্টে অধীররঞ্জন চৌধুরী

Last Updated:

Adhir Ranjan Chowdhury: পঞ্চায়েতে একাধিক দফা ভোটের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অধীররঞ্জন চৌধুরী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েতে একাধিক দফা ভোটের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অধীররঞ্জন চৌধুরী। জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার শুনানির সম্ভাবনা।
পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে অধীর রঞ্জন চৌধুরী
পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে অধীর রঞ্জন চৌধুরী
advertisement

অধীর রঞ্জন চৌধুরীর আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের সওয়াল, “ভোটকে কেন্দ্র করে ১৩ জনের মৃত্যু হয়েছে। প্রতি দিনই অশান্তির ঘটনা ঘটছে। গুলি চলছে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই। ফলে তৃণমূল স্তরে বাহিনী পৌঁছতে পারছে না। তাই অপর্যাপ্ত এই বাহিনী দিয়ে একাধিক দফাতে ভোটগ্রহণ হোক।

আরও পড়ুন: বলুন তো, লাল, হলুদ, কমলা সতর্কতার ‘অর্থ’ কী? আবহাওয়া দফতর Red-Yellow-Orange অ্যালার্ট জারি করে কখন? জানুন

advertisement

ভোটে দফা বাড়ানোর আর্জি জানিয়ে আদালতে যাবেন তা আগেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন কংগ্রেস দলনেতা। অধীর চৌধুরী বার বারই বলেন, এক দফায় এই রাজ্যে কখনও অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। অধীর বলেন, “একদফায় নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হতে পারে না। তাই দফা বাড়ানোর আবেদন জানিয়ে কংগ্রেস সোমবার আদালতে যাচ্ছি।”

advertisement

আরও পড়ুন: গাছ লাগালেই সেলফি! কিন্তু কার সঙ্গে…? রেলের বিজ্ঞপ্তি ঘিরে তুমুল চাঞ্চল্য!

মনোনয়ন পর্ব থেকে শুরু হয়ে প্রচার পর্যন্ত নিত্যদিন অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। এরইমধ্যে, বোমা উদ্ধার যেমন হচ্ছে, সামনে আসছে মৃত্যুর খবরও। গতকাল দক্ষিণ ২৪ পরগনায় খুন হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন একজন। ভোটারদের প্রাণহানি আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে একাধিক দফায় ভোটের আর্জি জানানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

অধীরের বক্তব্য, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলা গুলিতে বিরোধী দলের কর্মীরা নিত্যদিন আহত হচ্ছেন। ফলে ভোটের দিন শান্তিপূর্ণ নির্বাচন আদৌ সম্ভব কি না প্রশ্ন তুলে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেস দলনেতা। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি। মঙ্গলবার শুনানি সম্ভাবনা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Adhir Ranjan Chowdhury: একাধিক দফায় পঞ্চায়েত ভোট চাই! আর্জি জানিয়ে হাইকোর্টে অধীররঞ্জন চৌধুরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল