বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অধীর চৌধুরীকে মামলা প্রত্যাহার করে নিতে বলল। ডিভিসি জলে ফি-বছর বন্যা এবং মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে অধীরের জনস্বার্থ মামলা তাই কার্যত কোনও নির্দেশ ছাড়াই নিষ্পত্তি হল।
advertisement
প্রধান বিচারপতির মন্তব্য, ‘সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছি। পশ্চিমবঙ্গ থেকে ডিভিসি চলে গিয়েছে। জল ছাড়া নিয়ে বলেছেন।’ এরপর অধীরের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, ‘প্রথমে আপনার তথ্য সংরক্ষণ করা উচিত। সংবাদপত্রের দু’টি পাতা তুলে ধরে মামলা করেছেন। কত জল সেখানে সংরক্ষণ করা হয়? কখন ডিভিসির জল ছাড়ে। জল ছাড়ার ক্ষেত্রে কী পদ্ধতি মানা হয়? তথ্য কোথায়?’
আরও পড়ুন: ৫০০ টাকার নোট…! দেশবাসীর জন্য সরকার থেকে এল ‘সতর্কতা’, জানুন কী বলছে RBI!
প্রধান বিচারপতি বলেন, ‘আপনি আগেও জনস্বার্থ মামলা করেছেন। আমরা তা গ্রহণ করেছি এবং নির্দেশ দিয়েছি। কিন্তু এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। মামলাকারী চার বারের সাংসদ। প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি জানেন কী ভাবে কাজ হয়। হাইকোর্টের সাহায্য তাঁর দরকার নেই।’