মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফেসবুকে তাকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী লিখেছেন, ‘‘NDTV ব্যানের প্রতিবাদ করছে রাজ্য ৷ দিদি যখন NDTV ব্যানের প্রতিবাদ করেন তখন মনে হয় ভুতের মুখে রাম নাম ৷ ’ তিনি আরও বলেন এই প্রথা বাংলার সরকার অনেক আগেই চালু করেছে। মনের মত কথা না ছাপালে বা না দেখালে বিজ্ঞাপন দেওয়া বন্ধ, কেবল্ লাইন কেটে দেওয়ার ব্যবস্থা। সঙ্গে ধমকানি আর চমকানি, সাংবাদিকদের দৈহিক নির্যাতন। তাই "দিদি" যখন NDTV নিয়ে প্রতিবাদ করেন, তখন বলতে ইচ্ছা করে এ যেন 'ভুতের মুখে রাম নাম' ৷
advertisement
রেল প্রকল্প নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন অধীর ৷ তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি আর ভোট রাজনীতিতে বিশ্বাসী মুখ্যমন্ত্রী ৷ ‘আপনি খুব ভালো ভাবেই জানতেন যে আপনি যা বলছেন, বাস্তবে তা হবেনা। তাই আপনি বাংলার মুখ্যমন্ত্রী হলেও একবারও বাংলার প্রকল্প নিয়ে দিল্লীতে দরবার করলেন না।’ এই রাজ্যের রেল প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মানুষকে ধোঁকা দিয়ে 'উন্নয়নের রাণী' পরিচয় দিতে; ধোঁকা ধোঁকা ধোঁকা, আপনি ভাবেন বাংলার মানুষ বোকা!!!
২৪ ঘণ্টার জন্য NDTV India নিউজ চ্যানেলকে অফ-এয়ার করার সুপারিশ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অন্তরবর্তী কমিটি ৷ তারপর থেকেই বিভিন্ন মহলে এনিয়ে শুরু হয়ে যায় সমালোচনা ৷ তীব্র প্রতিক্রিয়া জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তার এই মন্তব্যের বিদ্রুপ করে ফেসবুকে এই পোস্টটি করেন অধীর রঞ্জন চৌধুরা ৷