কলকাতা: বাংলা-সহ ১২ রাজ্য এবং কেন্দ্রাশাসিত অঞ্চলগুলিতে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু অসমে এসআইআর কার্যকর হচ্ছে না। কেন?
advertisement
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ”সুপ্রিম কোর্টের নজরদারিতে অসমে এনআরসি প্রায় শেষের পথে। এছাড়া উত্তর-পূর্বের ওই রাজ্যের নিজস্ব বিধানও রয়েছে। তাই এসআইআর প্রক্রিয়া থেকে অসমকে বাদ রাখা হয়েছে। অসমের জন্য আলাদা করে নির্দেশিকা জারি করা হবে এবং পৃথক তারিখ ঘোষণা করা হবে।” উল্লেখ্য, আগামী বছরই বিধানসভা নির্বাচন রয়েছে অসমে।
আর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পরেই বড়সড় প্রশ্ন তুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, ”সব জায়গায় যদি নির্বাচন কমিশন এসআইআর করতে পারে, তাহলে অসম কেন ব্যতিক্রম? এনআরসি আর ভোট গণনা এক নয়। আজকে অসমে যদি বলা হয় এনআরসি-র জন্য দরকার নেই, তাহলে আমাদের দাবি সঠিক।”
প্রসঙ্গত, এদিন কমিশনের তরফে জানানো হয়, দ্বিতীয় পর্বে এসআইআর হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি এবং আন্দামান নিকোবরে। জ্ঞানেশ কুমার আরও জানিয়েছেন, বিরাট কর্মযজ্ঞে আন্দামান ও নিকোবর, বাংলা, ছত্তিশগড়, গোয়া, মধ্যপ্রদেশ, পুদুচেরিতে প্রায় ৫ লক্ষেরও বেশি বিএলও কাজে যোগ দেবেন।
