TRENDING:

Adhir Choudhury: ‘গান্ধি একটা পরিবার নয়, প্রতিষ্ঠান’, পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষের জবাব অধীরের

Last Updated:

Adhir Choudhury: রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মূর্মু কে সমর্থন নিয়েও এক হাত নেন বিজেপিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘‘সিএএ এবং এনআরসি হল বিজেপির নির্বাচনী অস্ত্র। সংসদে আইন পাস হয়েছে আড়াই বছর হয়ে গেল ! এখন বললে মুখ পুড়বে।  এটা সংবিধান বিরোধী,  একটি বিশেষ ধর্মকে লক্ষ্য রেখে তৈরি করা।’’ বিজেপির হায়দ্রাবাদের কর্ম সমিতির বৈঠক নিয়ে এভাবেই কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। বিজেপির পরিবারতন্ত্রের অভিযোগ-কে উড়িয়ে দিয়ে অধীর চৌধুরী বলেন, ‘‘কোন আইনে আছে যে একটা পরিবার থেকে একজনই রাজনীতি করবে। যে পরিবারে দুজন প্রধানমন্ত্রী আর দুজনেই দেশের জন্য শহিদ হয়েছেন। গান্ধি পরিবারের দেশের জন্য যে অবদান তাতে এটা একটা পরিবার নয়, একটা প্রতিষ্ঠান। তাঁর বাবা দেশের জন্য শহীদ হয়েছেন, এখন রাহুল গান্ধি কংগ্রেসের নেতা। কোনও রাজনৈতিক নেতার ছেলের মতো ক্রিকেটের জুয়াড়ি নন।’’
সাংবাদিক বৈঠকে অধীর
সাংবাদিক বৈঠকে অধীর
advertisement

আরও পড়ুন: গভীর রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকেছিল যুবক, এবার বড় সিদ্ধান্ত নবান্নের!

আইন শৃঙ্খলা নিয়ে বিজেপির বাংলা উদ্বেগ প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ‘‘পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতির কথা আমরা হাজার বার বলেছি। কিন্তু তাই বলে আইনশৃঙ্খলা বিজেপি পরিচালিত রাজ্যে খুব ভাল, এমনটা নয়। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে। রাজনৈতিক খুন পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। তবে প্রধানমন্ত্রী মুখে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা আসলে দিদি ও মোদির বোঝাপড়ার বিষয়।’’ এ কথা স্মরণ করিয়ে অধীরের কটাক্ষ, ‘‘আসলে দিল্লির পাওয়ার করিডোর এর তথ্য আমাদের কাছে আছে,, সেখানে কী হয় আমরা জানি।’’

advertisement

আরও পড়ুন- সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহীরাই! মহারাষ্ট্রে আস্থা ভোটে জয়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে!

রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মূর্মুকে সমর্থন নিয়েও এক হাত নেন বিজেপিকে। বলেন, ‘‘দ্রৌপদী মুর্মুর সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। কিন্তু বিজেপি যেভাবে দেশ চালাচ্ছে সেখানেই আপত্তি।’’ রাজ্যের একের পর এক দুর্নীতি নিয়েও বিরক্তি প্রকাশ করেন অধীর চৌধুরী। দমকলের নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন। একইসঙ্গে জানিয়ে দেন মেট্রো ডেয়ারি দুর্নীতি নিয়েও তিনি শেষ পর্যন্ত দেখে ছাড়বেন।সোমবার তরুণ মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বলেন, ‘‘বাংলা শিল্প সংস্কৃতি জগতের মহীরুহ। তিনি বিদায় নিয়েছেন, এটা আমাদের কাছে দুর্ভাগ্যের। স্বজন হারানো প্রত্যেকের প্রতি আমার সমবেদনা রইল।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Adhir Choudhury: ‘গান্ধি একটা পরিবার নয়, প্রতিষ্ঠান’, পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষের জবাব অধীরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল