অ্যাডামাস ইউনিভার্সিটির আচার্য (Chancellor) অধ্যাপক সমিত রায় (Prof Samit Ray) বলেন, ‘আমাদের লক্ষ্য হল মানুষকে একত্রিত করা, শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, বরং যুক্ত করে নিতে হবে বৃহত্তর সম্প্রদায়কে। তাই আমরা সকলেই ভবিষ্যত শিক্ষা ব্যবস্থার স্বার্থে পরস্পরের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিলাম৷ আশা করি, এই শীর্ষ সম্মেলন সহশিক্ষক, গবেষক এবং ছাত্রদের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ সহযোগিতা এবং বন্ধুত্বের সূচনা করবে। ঐতিহাসিকভাবে, আমাদের পশ্চিমবঙ্গ সাহিত্য সৃজনশীলতা, সামাজিক সংস্কার, আধ্যাত্মিক জাগরণে অগ্রণী এবং বৈজ্ঞানিক উদ্ভাবনে অগ্রগামী। তাই বাংলার পুণ্যভূমিতে অনুকরণযোগ্য ঐতিহ্য রয়েছে।’
advertisement
উপাচার্য (Vice Chancellor) অধ্যাপক ড. দীপেন্দ্র কে ঝা (Deependra K Jha) বলেন: “অ্যাডামাস ইউনিভার্সিটি একটি পরিবার। আমরা বিশ্বাস করি, নিজেদের দিগন্তকে প্রসারিত করে বিশ্বের দুয়ারে পা রাখলে তবেই শেখা যায়। তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাসী করে তুলতেই আমরা আন্তর্জাতিকতা চর্চা করি। পুঁথিগত বিদ্যার সীমা ছাড়িয়ে, ইটের দেয়ালের শিকল কেটে নতুন প্রজন্মকে বাইরে পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখি; আর এ থেকেই তৈরি হয় সমৃদ্ধ, পরিপূর্ণ অভিজ্ঞতা, যা ভবিষ্যত প্রজন্মকে পেশাদার করে তুলতে পারে। পড়ুয়াদের শিকড় গভীর হোক, তাঁদের স্বাধীনতা এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গী শেখার প্রতি ভালবাসা তৈরি করুক। গত কয়েক বছরের অতিমারী আমাদের জীবনে এক গভীর প্রভাব রেখে যাচ্ছে। অথচ, এটাই বুঝিয়ে দিল আমরা পরস্পর কতটা বেঁধে বেঁধে আছি। পরস্পরকে সাহায্য করার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। আর এই মনোভাবই গড়ে দেবে ভবিষ্যতের পৃথিবী—শিক্ষার অঙ্গন।’
শীর্ষ সম্মেলনে বক্তারা:
1. Prof. Yusuf Baran, Rector, Izmir Institute of Technology, Turkey
2. Dr. Aleksandra Jaskólska, Faculty of Political Science and International Studies, University of Warsaw, Poland
3. Dr. Badre Abdeslam, Professor, Mohammad V University, Morocco
4. Mr. Debesh Chattopadhyay, Director, Actor and Theatre Personality, India
5. Dr. Hirak Patra, MRC Fellow(CDA), Medical Research Council, United Kingdom
6. Dr. Paul Richardson, Senior Lecturer, Bath Spa University, United Kingdom
7. Mr. CN Raghupathi, Sr. Advisor, Infosys Technologies Ltd. India
8. Prof. (Dr.) Jatindra Kumar Das - Professor & Secretary, Faculty of Law, University of Calcutta, India
9. Prof. (Dr.) AmlanChakrabarti, Dean - Faculty of Engineering and Technology, University of Calcutta, India
সমাবর্তন:
বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক সমিত রায় (Prof.Samit Ray) সমাবর্তন অনুষ্ঠানে পৌরোহিত্য করেন। দীক্ষান্ত ভাষণ দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক Dr. Yusuf Baran, Rector, Izmir Institute of Technology, Turkey। এ ছাড়াও উপস্থিত ছিলেন, Prof.Dr.BadreAbdeslam from Mohammad V University Morocco, Dr. Aleksandra Jaskólska from University of Warsaw Poland and Dr. Paul Richardson from Bath Spa University UK addressed the graduands। প্রায় হাজার খানেক স্নাতক এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উপাচার্য (Vice Chancellor) অধ্যাপক দীপেন্দ্র কে ঝা (Deependra K Jha) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক রিপোর্ট পেশ করেন।