আর তখনই রাতের অন্ধকারে পশুপ্রেমীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ আর তাঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত ও তাঁর অভিনেতা স্বামী তথাগত মুখোপাধ্যায় ৷ অভিনেত্রীর অভিযোগ, পুলিশি নিগ্রহের জেরে তাঁর হাতে আঘাত লেগেছে ৷ গতকাল রাতেই তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তিনি অভিযোগ করেন, “ওঁদের সঙ্গে মহিলা পুলিশ ছিল। তা সত্ত্বেও পুরুষ পুলিশ কর্মীদের দিয়ে মহিলাদের নিগ্রহ করা হয়েছে। গালিগালাজ করতেও ছাড়েননি ওঁরা। কেন পুলিশ আমাদের শান্তিপূর্ণ অবস্থান জোর করে তুলতে গেল? কেন এত জনকে মারধর করা হল, তার জবাব দিতে হবে।”
advertisement
এই ঘটনায় আহত বেশকয়েকজন ৷ তাঁদের শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে ৷ অভিনেতা তথাগত মুখোপাধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন ৷ এই ঘটনায় ইতিমধ্যেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) অমিত পি জাভালগি বলেন, “ওঁদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ কোনও ভাবেই বাধা দেয়নি। গভীর রাতে ওই এলাকার শান্তি ভেঙেছেন ওঁরা। কয়েকজন বিক্ষোভকারী ওখানে মহিলা পুলিশকর্মীদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন। পুলিশ ওই ব্যক্তিদের চিহ্নিত করে ধরতে গেলে বাকি বিক্ষোভকারীরা পুলিশের উপর চড়াও হন। এর পর শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে।” পুলিশের এই দাবি মানতে নারাজ পশুপ্রেমীরা। তাঁরা এই ঘটনার প্রতিবাদে বড় আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দেবলীনারা।