দুর্ঘটনার রাতে মদ খেয়েছিলেন বিক্রম। তবে এতটাও খাননি, যাতে বেসামাল অবস্থায় গাড়ি দুর্ঘটনা হতে পারে। দ্বিতীয় দিনের ম্যারাথন জেরায় পুলিশের কাছে স্বীকারোক্তি বিক্রম চট্টোপাধ্যায়ের। প্রকাশ হওয়া মোবাইল ফুটেজ নিয়ে বিক্রমের দাবি, গ্লাসের পানীয় মদ নয়, ঠাণ্ডা পানীয়। জিজ্ঞাসাবাদে উঠে এল নয়া তথ্য ৷
প্রশ্ন ১ - ২৮ এপ্রিল সন্ধেয় কোথায় গিয়েছিলেন?
advertisement
- ২৮ তারিখ পার্কস্ট্রিটের পাবের রুফটপে সনিকা ও বন্ধুদের সঙ্গে আড্ডার প্ল্যান ছিল
প্রশ্ন ২ - আপনি ছিলেন?
- আমি ছিলাম না
প্রশ্ন ৩ - সেখান থেকে কোথায় যান?
- ক্যামাক স্ট্রিটের একটি বারে যাই
প্রশ্ন ৪ - মদ খেয়েছিলেন?
- হ্যাঁ , রাম অর্ডার দিই
প্রশ্ন ৫ - সনিকা কোথায় ছিলেন?
- সনিকা অন্য বন্ধুদের সঙ্গে মদ খাচ্ছিল
প্রশ্ন ৬ - আপনি খাননি?
- আমি মাত্র এক পেগ খেয়েছিলাম
প্রশ্ন ৭ - তারপর কী হয়?
- অন্য একটি হোটেলের বারে যাই
প্রশ্ন ৮ - সেখানেও মদ খান?
- মদ নয়, ঠাণ্ডা পানীয় খেয়েছিলাম
প্রকাশ্যে এসেছে দুর্ঘটনার দিন রাতের বিক্রম ও সোনিকার পার্টির ভিডিও ৷ সেই ভিডিওতে দেখা গিয়েছে পানীয়ের গ্লাস হাতে রয়েছেন বিক্রম ৷ সঙ্গে ছিলেন সোনিকাও ৷ সেই ফুটেজ নিয়েই প্রশ্ন করা হয় অভিনেতাকে ৷
অথচ এর আগে বিক্রম-সোনিকার বন্ধু অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় জানিয়েছেন দুর্ঘটনার রাতে মদ খেয়েছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ৷ কলকাতা পুলিশের তদন্তে একেবারেই খুশি নন মডেল সোনিকা সিং চৌহানের পরিবারের লোকজন ৷ সূত্রের খবর অনুযায়ী, সোনিকার মৃত্যু রহস্যের জট কাটাতে এমনকী, সিবিআইয়ের হস্তক্ষেপও চাইছেন সোনিকার পরিবার ৷ মদ্যপ অবস্থায় দুর্ঘটনার রাতে গাড়ি চালাচ্ছিলেন বিক্রম ? তা জানতেই এখন তদন্ত চালাচ্ছে পুলিশ ৷