মিঠুন চক্রবর্তীকে সম্মাননা জানান হল রাজ্য বিজেপির পক্ষ থেকে। বিশিষ্ঠ অভিনেতাকে সম্মান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিনেতা বললেন, ‘‘ছবি নিয়ে কিছু বলব না। আজ সদস্যতা নিয়ে বলব। আমি ৩৭ দিন সামনে থেকে প্রচার করছি মুড়ি-গুড় খেয়ে। কিন্তু লাভ কী। আপনারা বলুন আমায় আমরা ১ কোটি সদস্য করতে পারব? যদি পারি আমি বলছি ২৬ মসনদ আমাদের । অমিত শাহ সামনে আমিও কথা দিচ্ছি।’’
advertisement
আরও পড়ুন: ফ্যানের স্পিড কমিয়ে দিলে কী কমে যাবে বিদ্যুতের বিল? আদৌ বাঁচে টাকা? আসল সত্যি জানলে চমকে যাবেন
অভিনেতা তথা বিজেপি নেতা আরও বলেন, ‘‘টাকা দেখে বিজেপি করবেন না। বিজেপি ছেড়ে দিন। তৃণমূলে যোগ দিন। হিন্দু ভোটারদের ভোট দিতে না দিলে আগামী ভোটে আমরাও ওদের ভোট দিতে দেব না। ৬৮ সালের মিঠুনকে চিনে নেবেন। মাসে ৩০ দিনের মধ্যে ১০ দিন দলের কাজ করবো।প্রয়োজনে আরও বেশি। কিছুদিন নিজের খাওয়ার জন্য কাজ করতে হবে আমাকে। বুথে বুথে আমাদের মেরে তাড়িয়ে দেবে কেন। আমরাও ছাড়ব না এবার। মারুক ওরা। প্রতিবুথে যাব এবার’’।
আরও পড়ুন: বলুন তো বাথরুম এবং ওয়াশরুমের মধ্যে পার্থক্য কী? এক নয় কিন্ত মোটেই…৯৯%ই ভুল উত্তর দিয়েছেন
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানালেন, ‘‘পুরানো কার্যকর্তাদের সদস্য হতে এবং সদস্যতা তৈরি করতে মাঠে নামার বার্তা সুকান্তর। লোকসভার রেজাল্টে(২৮ + ২৯) বিধানসভা কম ভোটে হেরেছি৷ ১৫০০০ মার্জিনে হেরেছি অনেক বিধানসভায়। ৩-৪% ভোট বৃদ্ধি করতে পারলে রাজ্যে বদলে যাবে ভোটের চিত্র। সময় আছে সচেতন হও, বাংলাদেশ থেকে শিক্ষা নাও।’’