চলতি বছরে এ নিয়ে তিনবার হাসপাতালে ভর্তি হলেন নাট্য-নির্দেশক৷ দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যা ছিল তাঁর৷ সেই সময় পরীক্ষা করে দেখা যায়, হার্টের সমস্যা রয়েছে৷ সেই মতোই অভিনেতার পেস মেকার বসানো হয়৷ সেই সময় চিকিৎসক সরোজ মন্ডলের তত্ত্বাবধানেই চিকিৎসা চলেছিল অভিনেতার৷ ভেন্টিলেশনে রাখা হয়নি। আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অসুস্থতার খবর শুনে সকলেই দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন৷
advertisement
আরও পড়ুন: ‘৮৫ হাজারে কী হয়, অন্তত ১০ লক্ষ দিন!’ পুজো অনুদান মামলায় মন্তব্য প্রধান বিচারপতির
আরও পড়ুন: মোবাইলের নেশায় আসক্ত বাড়ির খুদে? এই ৫ টিপস্ কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে সন্তান
এ-বছরের শুরুতেই বুকে প্রেসমেকার বসেছিল মনোজ মিত্রের। তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি। প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখেন ১৯৫৯ সালে। চাকভাঙা মধু নাটকের মাধ্যমেই নাট্য জগতে পা রাখেন। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দায়িত্বও পেয়েছিলেন। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, তপন সিনহা, তরুণ মজুমদার, গৌতম ঘোষের পরিচালনায় অভিনয় করেছেন দাপটের সঙ্গে।