TRENDING:

কন্যা সন্তানের বাবা হলেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ! দ্বিতীয় সন্তানের জন্মের খবর দিয়ে কী লিখলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ?

Last Updated:

অভিনেতা খুশির খবর নিজেই ভাগ করে নিয়েছেন কিঞ্জল। ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে, নিজের স্ত্রী নম্রতাকে। মা ও সন্তান দুজনেই ভাল আছে। কিঞ্জলের ফেসবুক পোস্টের নীচে বয়ে গিয়েছে শুভকামনার বন্যা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাবা হলেন অভিনেতা-চিকিৎসক কিঞ্জল নন্দ। বৃহস্পতিবার দুপুরে সোশ্য়াল মিডিয়ায় নিজেই এই খবর ভাগ করে নিয়েছেন আরজি কর আন্দোলনের অন্যতম প্রধান মুখ।
বাবা হলেন কিঞ্জল নন্দ
বাবা হলেন কিঞ্জল নন্দ
advertisement

দেখতে দেখতে এক বছর হতে চলল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক-মৃত্যুর নির্মম ঘটনার। গত  ৯ অগস্ট ভয়াবহ নৃশংস ধর্ষণ ও খুন কাণ্ডে শিউরে উঠেছিল গোটা দেশ। তারপর থেকেই শুরু হয়েছিল আন্দোলন। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা কলকাতা, সমস্ত রাজ্য। সেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে মুখ হয়ে উঠেছিলেন আরজি কর হাসপাতালের ছাত্র-চিকিৎসক কিঞ্জল নন্দ। বৃহস্পতিবার তাঁর ঘরে এল ফুটফুটে কন্যাসন্তান। দ্বিতীয় বার বাবা হলেন চিকিৎসক-অভিনেতা।

advertisement

অভিনেতা খুশির খবর নিজেই ভাগ করে নিয়েছেন কিঞ্জল। ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে, নিজের স্ত্রী নম্রতাকে। মা ও সন্তান দুজনেই ভাল আছে। কিঞ্জলের ফেসবুক পোস্টের নীচে বয়ে গিয়েছে শুভকামনার বন্যা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

চিকিৎসক হিসেবে কাজ করার পাশাপাশি অভিনয় জগতেরও পরিচিত মুখ কিঞ্জল৷ স্ত্রী নম্রতা ও ছোট্ট মেয়েকে নিয়ে তাঁর সংসার। এবার সেই সংসারে আরেক খুদে সদস্য।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কন্যা সন্তানের বাবা হলেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ! দ্বিতীয় সন্তানের জন্মের খবর দিয়ে কী লিখলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল