দেখতে দেখতে এক বছর হতে চলল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক-মৃত্যুর নির্মম ঘটনার। গত ৯ অগস্ট ভয়াবহ নৃশংস ধর্ষণ ও খুন কাণ্ডে শিউরে উঠেছিল গোটা দেশ। তারপর থেকেই শুরু হয়েছিল আন্দোলন। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা কলকাতা, সমস্ত রাজ্য। সেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে মুখ হয়ে উঠেছিলেন আরজি কর হাসপাতালের ছাত্র-চিকিৎসক কিঞ্জল নন্দ। বৃহস্পতিবার তাঁর ঘরে এল ফুটফুটে কন্যাসন্তান। দ্বিতীয় বার বাবা হলেন চিকিৎসক-অভিনেতা।
advertisement
অভিনেতা খুশির খবর নিজেই ভাগ করে নিয়েছেন কিঞ্জল। ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে, নিজের স্ত্রী নম্রতাকে। মা ও সন্তান দুজনেই ভাল আছে। কিঞ্জলের ফেসবুক পোস্টের নীচে বয়ে গিয়েছে শুভকামনার বন্যা।
চিকিৎসক হিসেবে কাজ করার পাশাপাশি অভিনয় জগতেরও পরিচিত মুখ কিঞ্জল৷ স্ত্রী নম্রতা ও ছোট্ট মেয়েকে নিয়ে তাঁর সংসার। এবার সেই সংসারে আরেক খুদে সদস্য।