পুলিশ সূত্রে খবর, কেষ্টপুরের দিক থেকে একটি চার চাকা গাড়ি সল্টলেকে ঢুকছিল, অন্যদিকে আরও একটি চার চাকা গাড়ি সল্টলেকে ওই নতুন ব্রিজ সিগনাল থেকে ইস্ট থানার দিকে যাচ্ছিল।
আরও পড়ুন: রেলকর্মী ধরলেন মহিলাকে, ‘আপনার ব্যাগে এটা কী?’ লজ্জায় মাথা কাটা যাত্রীর হাউ হাউ কান্না, কেন?
ঠিক সেই সময় ওই দুটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর একটি চার চাকা গাড়িতে আগুন লেগে যায় সেটি রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন আরও বড় হয়ে ওঠে। গাড়িতে থাকা সবাই বেরিয়ে আসেন, আহত অবস্থায় তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
পুলিশ সূত্রে খবর ওই দুর্ঘটনার সময় এক ডেলিভারি বয় সাইকেল নিয়ে ওই দুর্ঘটনার মধ্যে পড়ে যান। সেখান থেকে কোনও ভাবে পালাতে গেলে রেলিংয়ে তাঁর প্যান্ট আটকে যায় এবং তাঁর গায়ে আগুন লেগে যায়। যার ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। দমকল গাড়ি দেরি করে আসার কারণে গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
অনুপ চক্রবর্তী