গতকালই অভিষেকের নিরাপত্তারক্ষীরা সিজিও কমপ্লেক্সের চারপাশে চত্বর ঘুরে দেখেন। মানে তলবের আগের দিন সিজিও কমপ্লেক্সে নিরাপত্তা খতিয়ে দেখলেন অভিষেক বন্দোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিকরা।
বুধবার অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করা হয়েছে৷ সেই কারণে মঙ্গলবার অভিষেকের নিরাপত্তার কারণে খতিয়ে দেখা হয় পুরো ব্যবস্থা। ইতিমধ্যে অভিষেকের সিকিউরিটি অফিসাররা সিজিওতে খতিয়ে দেখেছেন নিরাপত্তা। অভিষেক বন্দোপাধ্যায় নিরাপত্তায় যাতে কোনও সমস্যা না হয় সে কারণে খতিয়ে দেখেন তাঁরা।
advertisement
অভিষেক বন্দোপাধ্যায়কে ইডির তলব নিয়ে আরও একবার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার নবান্নে তিনি বলেন, “অভিষেককে সারাক্ষণ বিরক্ত করা হচ্ছে। অকারণ হেনস্থা করা হচ্ছে।’’ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দোপাধ্যায়কে সিবিআই নিজামে তলব করেছিল। তিনি সেখানে হাজিরা দিয়েছিলেন। দলীয় সূত্রে খবর, অভিষেক হাজিরা দেওয়ার সম্ভাবনাই বেশি। আর তাই নিরাপত্তা খতিয়ে দেখতে মঙ্গলবারই অভিষেকের সিকিউরিটি আধিকারিকরা ও স্থানীয় থানার সিজিও আশপাশে নিরাপত্তা খতিয়ে দেখেন।