TRENDING:

Abhishek Banerjee: 'যত বড় নেতারই ছত্রছায়ায় থাকুক...', পুরভোটের শেষ লগ্নে কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়! নিশানায় কারা?

Last Updated:

Abhishek Banerjee: কলকাতা পুরভোটের প্রচারে দক্ষিণ কলকাতার বেশ কয়েকজন প্রার্থীকে নিয়ে বালীগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুরভোটের শেষ লগ্নে প্রচারে ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন কলকাতা পুরভোটের প্রচারে দক্ষিণ কলকাতার বেশ কয়েকজন প্রার্থীকে নিয়ে বালীগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই মিছিল শেষে বিজেপি-কে কটাক্ষ করে তিনি বলেন, ''আমরা নিশ্চিত দু-একটা আবর্জনা পড়েছিল বিজেপি-র। কিন্তু এবার দক্ষিণ কলকাতা জুড়ে সেগুলোর জামানত বাজেয়াপ্ত হবে। ১৯ তারিখের নির্বাচন ভারতকে উজ্জ্বল করার নির্বাচন।''
অভিষেকের হুঁশিয়ারি
অভিষেকের হুঁশিয়ারি
advertisement

এরপরই অভিষেক বিজেপি-কে নিশানা করেন দুর্গাপুজোর ইউনেসকো স্বীকৃতি নিয়ে। তাঁর কথায়, ''দুর্গাপুজোর প্রসার করার জন্য ৫০ হাজার টাকা করে ক্লাব গুলোকে দেওয়ার কথা যখন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন ওরা হাই কোর্টে গেছে। ওদের থেকে ২ নম্বরী দল আর নেই।'' তৃণমূলকে মানুষ কাজ দেখে ভোট দাবি করে অভিষেক বলেন, ''২০১০ আগের কলকাতা আর এখনকার কলকাতা দেখুন। কানে শুনে নয় চোখে দেখে। ইউনেস্কোর তকমা পেয়েছে আমাদের দুর্গাপুজো। আর ওরা বলত কারনে নেহি দেতা হয়। হাই কোর্টে মামলা করেছে ৫০ হাজার টাকা দেওয়ার জন্যে।''

advertisement

আরও পড়ুন: কলকাতায় বহিরাগত? বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের! পাল্টা ফিরহাদ

এরপরই ভিন রাজ্যে দলের সংগঠনের কথা বলতে গিয়ে তিনি বলেন, ''কলকাতার দিকে সারা দেশের নজর রয়েছে। ২ মাসে গোয়াতে নির্বাচন হবে। সেখানে হয় সরকার গড়বে নয়তো প্রধান বিরোধী হবে তৃণমূল। মাঝামাঝি নয়। ত্রিপুরায় ০ থেকে ২৪ % হয়েছে। কলকাতায় একটা বিরোধীদের উপর হাত পড়েছে বলতে পারবেন ?২০ দিন হয়ে গেল। ত্রিপুরাতে কী হয়েছিল?''

advertisement

আরও পড়ুন: কলকাতার পথে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু ভোটে নয়? রাতের নির্দেশের দিকে তাকিয়ে BJP

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সংযোজন, ''দিদি যা কথা দেয় কথা রাখে। বসন্তের কোকিলের মত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেছিলেন, সেই মতো student credit card চালু হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডার শুরু হয়ে গেছে। তৃণমূলের বিকল্প নেই। ত্রিপুরায় কী অবস্থা। বাড়ি জ্বালানো হচ্ছে, মামলা হচ্ছে। দেখুন বাংলায় নির্বাচন কোন বিরোধীদের গায়ে হাত দেওয়া হয়েছে?''

advertisement

এরপর কলকাতার জন্য তৃণমূলের কাজের খতিয়ান দিয়ে তিনি বলেন, ''আমরা রিপোর্ট কার্ড দিয়েছি মানুষের কাছে। আমেদাবাদের সাথে কলকাতার তুলনা হোক।আপনাদের ১০-০ গোল দিয়ে মাঠের বাইরে বার করব। ১৯ তারিখ মাথা উচুঁ করে টিএমসিকে ভোট দিন। ৫ বছর আমাদের কর্মীরা মাথা নীচু করে কাজ করবেন৷ আমি বলে যাচ্ছি। নাহলে ২৪ ভোট আসছে। তখন দেখে নেবেন।'' দলের কর্মীদের উদ্দেশ্যেও এদিন কড়া বার্তা দিয়েছেন অভিষেক। নির্দেশের সুরে বলেছেন, ''তৃণমূলে দাদাগিরি, গা জোয়ারি করা চলবে না। কারও অপকর্মের জন্য দলের নাম খারাপ হলে দল বহিষ্কার করবে। সে যত বড়ই নেতার ছত্রছায়ায় থাকুক। আমাদের সচেতন থাকতে হবে। আইন শৃঙ্খলার অবনতি হলে পুলিশকে জানাবেন।

advertisement

১৩৫ আসন পাবই আমরা৷ বিজেপি-সিপিএম ঘোঁট পাকালে প্রতিবাদ করতে হবে। সারা দেশ মমতা বন্দোপাধ্যায় দিকে তাকিয়ে আছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তাই আমাদের কারও জন্য দল কলুষিত হলে দল ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে।''

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: 'যত বড় নেতারই ছত্রছায়ায় থাকুক...', পুরভোটের শেষ লগ্নে কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়! নিশানায় কারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল