TRENDING:

INDIA বৈঠকে যোগ দেবেন অভিষেক, বিরোধী জোট ১১ অগাস্ট হাজির থাকবে কমিশন ঘেরাওয়ের কর্মসূচিতে 

Last Updated:

আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’-এর শরিক নেতারা। সেই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় (SIR) ‘কারচুপির’ অভিযোগ তুলেছে তৃণমূল-সহ বিরোধীরা। তার আগে আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’-এর শরিক নেতারা। সেই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, আজ, বৃহস্পতিবার সন্ধ্যার বৈঠকে তার রূপরেখা তৈরি করা হতে পারে। উল্লেখ্য, প্রথমে ঠিক হয়েছিল ৮ অগাস্ট, শুক্রবার এসআইআরের বিরুদ্ধে কমিশন ঘেরাও করবে ‘ইন্ডিয়া’। তবে তার দিনবদল হয়েছে। আগামী ১১ অগাস্ট হবে ওই কর্মসূচি।
INDIA বৈঠকে আজ যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
INDIA বৈঠকে আজ যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

আরও পড়ুন– আত্মীয়দের থেকে টাকা ধার নিয়ে শুরু করেছিলেন ব্যবসা, এখন যুবকের রোজগার লক্ষাধিক টাকা !

বিহারে SIR-এ ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। পরের বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গ-সহ তিনটি অ-বিজেপি শাসিত রাজ্যে। তাই এই এসআইআর নিয়ে ‘কারচুপি’-র অভিযোগের বিষয়টি জাতীয় স্তরে নিয়ে যেতে চাইছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অবস্থান তিনি আগেই স্পষ্ট করে দিয়েছেন। এবার জাতীয় স্তরেও বাকি জোট শরিক দলের নেতাদের সামনে নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিহারের আসন্ন নির্বাচন ছাড়াও সামনে উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে এনডিএ–র কে প্রার্থী হবেন, তা এখনও স্পষ্ট নয়। আগামী ৭ অগাস্ট ‘ইন্ডিয়া’ ব্লকের বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী নিয়েও আলোচনা হতে পারে।

advertisement

আরও পড়ুন- দেশভাগের সময় ভারতে পাড়ি, ছোট্ট ঠেলায় মিষ্টি বিক্রি করতে শুরু করেন দুই ভাই ! আজ তাঁদের সেই ছোট্ট ব্যবসাই ডালপালা মেলে অনুপ্রেরণা জোগাচ্ছে মানুষকে

সংসদের দুই কক্ষের সংখ্যার নিরিখে বিরোধী শিবিরের মধ্যে কংগ্রেসের পরেই তৃণমূল দ্বিতীয় গুরুত্বপূর্ণ দল। জোড়াফুলের সর্বোচ্চ নেতৃত্বের কাছেও এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ এসেছে। তৃণমূলের তরফে অভিষেক এই বৈঠক ও নৈশভোজে যোগ দিতে চলেছেন। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) (SIR) নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছে বিরোধীরা। ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে রাহুল গান্ধির উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। আগামিকাল, শুক্রবার তাই সকলে কমিশন ঘেরাওয়ের কর্মসূচিতে শামিল হবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চলতি অধিবেশনের শুরু থেকেই তৃণমূল সোচ্চার হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে। বিরোধীদের একাংশ এই প্রক্রিয়াকে ভোটার তালিকা থেকে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র বলে মনে করছেন। এই বিষয়গুলি নিয়ে কী ভাবে সংসদে আরও জোরালো প্রতিবাদ করতে হবে, সে বিষয়ে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
INDIA বৈঠকে যোগ দেবেন অভিষেক, বিরোধী জোট ১১ অগাস্ট হাজির থাকবে কমিশন ঘেরাওয়ের কর্মসূচিতে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল