TRENDING:

Abhishek Banerjee | Cooch Behar: 'দাদাগিরি চলবে না!', সাহেবগঞ্জ ও সিতাই নিয়ে কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজে দাঁড়িয়ে করাবেন ভোট

Last Updated:

এদিন সাহেবগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হতেই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। ভাঙচুর করা হয় ব্যালট বাক্স, লুট হয় ব্যালট পেপার। একই ছবি দেখা যায়,  সিতাইয়ের সভাস্থলেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরবঙ্গ: সাহেবগঞ্জ আর সিতাই৷ কোচবিহারের দুই জায়গাতেই এক ঘটনা৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হওয়ার পরেই তৃণমূলের দলীয় ভোট ঘিরে ধুন্ধুমার কাণ্ড৷ ব্যালট বাক্স, ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি৷ এমনকি, দুটি ঘটনাতেই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ সব দেখেশুনে এবার কড়া অবস্থান নিলেন অভিষেক৷ জানালেন, ওই দুটি জায়গাতেই ফের নেওয়া হবে ভোট৷ প্রয়োজন হলে তিনি নিজে সেই ভোটপ্রক্রিয়া তদারকি করবেন৷
advertisement

মঙ্গলবার সকাল থেকে কোচবিহারে জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর এই কর্মসূচির লক্ষ্য, জনমতের উপর নির্ভর করে পঞ্চায়েত ভোটের জন্য় তৃণমূলের প্রার্থী বাছাই করা। সেই কর্মসূচির অংশ স্বরূপ সাহেবগঞ্জ ও সিতাইয়ে দু’টি সভা করেন তিনি। ঘোষণা করেন, সভা শেষেই গোপন ব্যালটে প্রার্থীর নাম জানাতে পারবে আমজনতা। অভিষেকের সভা শেষের পর সেই ‘ভোটগ্রহণ’ শুরুও হয়ে গিয়েছিল। কিন্তু মাঝপথেই থেমে যায় ভোটগ্রহণ।

advertisement

আরও পড়ুন: দলীয় কর্মীদের কড়া বার্তা, ‘দলের নির্দেশ না মানলে ঘরে বসে যান’, হঠাৎ এই কথা কেন বললেন অভিষেকে বন্দ্যোপাধ্যায়!

স্থানীয় সূত্রের খবর, এদিন সাহেবগঞ্জে তাঁর সভা শেষ হতেই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। ভাঙচুর করা হয় ব্যালট বাক্স, লুট হয় ব্যালট পেপার। একই ছবি দেখা যায়,  সিতাইয়ের সভাস্থলেও। ফলে গোপন ব্যালটে প্রার্থী বাছাইয়ের জন্য ভোট দিয়েই উঠতে পারেননি সভায় আগত তৃণমূল কর্মী-সমর্থকেরা।

advertisement

কে বা কারা এই ঘটনা ঘটাল তা জানতে জেলা সভাধিপতির কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের কেউ যদি এর সঙ্গে জড়িত থাকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:আবারও হাওয়া বদল! আর কতদিন কপালে জুটবে বৃষ্টির স্বস্তি? ফের ফিরবে হিটওয়েভ? রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

ওই ঘটনার পরে বাধ্য হয়েই ভোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল৷ বুধবার সাহেবগঞ্জ ও সিতাই, দুই জায়গাতেই ফের ভোট। শীতলকুচির সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন, “পঞ্চায়েতের পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজে থেকে কাল ভোট করাব। সিতাইয়ের গোঁসাইবাড়ির মাঠে আবার ভোটগ্রহণ হবে।” একইসঙ্গে তাঁর  হুঁশিয়ারি, “কেউ যদি মনে করে জোর করে গণ্ডগোল করব, গা জোয়ারি-দাদাগিরি করব, তা চলবে না।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee | Cooch Behar: 'দাদাগিরি চলবে না!', সাহেবগঞ্জ ও সিতাই নিয়ে কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজে দাঁড়িয়ে করাবেন ভোট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল