যেহেতু শুভেন্দু বাড়ির নাগালের মধ্যে এসে অভিষেক সভা করবেন তাই পাল্টা তাঁর লোকসভা কেন্দ্রে সভা করবেন শুভেন্দু। ফলে রাজ্য রাজনীতিতে ডিসেম্বর ডেডলাইন জমজমাট হয়ে উঠতে চলেছে। যদিও অভিষেকের সভা রুখতে বিরোধী দলনেতা মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টে। অভিষেক কিন্তু শুভেন্দুর সভা আটকাতে মামলা দায়ের এখনও করেননি। তাহলে কি অভিষেককে ভয় পাচ্ছেন শুভেন্দু? উঠছে প্রশ্ন।
advertisement
আরও পড়ুন: প্রকাশ্যে আনলেন নথি, মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর! নিশানায় 'সেই' ধর্না
কেন অভিষেককে আটকাতে মরিয়া শুভেন্দু? কাঁথিতে অভিষেকের সভা নিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের অভিযোগ, এই সভা করার মধ্যে দিয়ে তাঁর পরিবারের সদস্যদের হেনস্থা করা হবে। তাই বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা করার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। তাই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। এমনকী বিষয়টি নিয়ে স্থানীয় থানা এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। তবে শুভেন্দুকে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আজ দুপুর ২টোর সময় শুনানি হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: মমতার মাস্টারস্ট্রোক, বিজেপি-র অস্বস্তি বাড়িয়ে শুভেন্দুর সাহায্য চাইবেন শোভনদেব!
বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তাই উন্নয়নকে সামনে রেখেই মাঠে নামতে চায় শাসক তৃণমূল। অপরদিকে, দুর্নীতিকে ইস্যুকে করে তৃণমূলকে কোনঠাসা করতে মরিয়া বিজেপি। এই পরিস্থিতিতে অভিষেক–শুভেন্দুর সভা পারদ চড়াচ্ছে রাজ্য রাজনীতিতে। পূর্ব মেদিনীপুরে একের পর এক কর্মসূচি নিয়ে শুভেন্দুকে চাপে রাখা হচ্ছে বলে দাবি শাসকদলের। এই প্রেক্ষাপটে দুই হেভিওয়েট নেতার পরস্পরের ঘাঁটিতে সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।