জবাবে ইডির আইনজীবী আমতা আমতা করে জানান, আগামী শুনানিতে সমস্ত তথ্য তাঁরা দেবেন কোর্টকে। প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ মে সুপ্রিম কোর্টের আদেশ ছিল, কয়লা মামলায় কোনও কোঅ্যার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তাঁকে দিল্লির বদলে কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে।
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের ২৬ মামলা, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের! সময় ৮ অগাস্ট
advertisement
এদিন অভিষেকের আইনজীবী কপিল সিব্বল অসুস্থতার জন্য অনুপস্থিত থাকায়, তাঁদের তরফে বাড়তি সময় চাওয়া হয়। একই সঙ্গে তাঁদের তরফে জানানো হয়, ১৭ মে-র পর ফের তলবই করা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁরা জানান, তদন্তে সবরকম সহযোগিতা করা হয়েছে তাঁর মক্কেলের তরফে। পরবর্তী শুনানি ৩১ জুলাই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2024 3:21 PM IST